Advertisement
১৯ এপ্রিল ২০২৪
শেষ রিপোর্টে গুচ্ছ সুপারিশ

অবলুপ্ত হতে চেয়ে আর্জি মেন্টর গ্রুপের

এ দিন এই গ্রুপের চেয়ারম্যান সুগত বসু জানান, মেন্টর গ্রুপের কাজ ফুরিয়েছে। তারা ছ’টি রিপোর্টে তাদের পরামর্শ দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ে গভর্নিং বোর্ড রয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ০৪:২৩
Share: Save:

তাদের কাজ ফুরিয়েছে বলে মনে করছে মেন্টর গ্রুপ নিজেই। এই অবস্থায় গ্রুপটিকে তুলে দেওয়া হোক বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপ। শনিবার প্রেসিডেন্সি নিয়ে তাদের ষষ্ঠ এবং চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমা দিয়েছে মেন্টর গ্রুপ। সেখানেই এই আর্জি জানানো হয়েছে।

এ দিন এই গ্রুপের চেয়ারম্যান সুগত বসু জানান, মেন্টর গ্রুপের কাজ ফুরিয়েছে। তারা ছ’টি রিপোর্টে তাদের পরামর্শ দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ে গভর্নিং বোর্ড রয়েছে। সেখানে বাইরে থেকে শিক্ষাবিদদের আনা উচিত। পাশপাশি, গভর্নিং বোর্ডের রিপোর্ট কর্তৃপক্ষকে সব সময় সাহায্য করবে। প্রসঙ্গত, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেন্টর গ্রুপ তৈরি করেন।

মেন্টর গ্রুপের অবলুপ্তির আর্জির কথা শুনে এ দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমি মন্ত্রী হওয়ার পরে প্রায় পাঁচ বছরে মেন্টর গ্রুপের বৈঠক বসেছে বলে জানা নেই। মেন্টররা কত দিন মিটিং করেছেন, জানি। এই গ্রুপের একজন তো আমায় চিঠি দিয়ে জানিয়েছেন যে, তাঁরা আর মেন্টর গ্রুপ চান না।’’ তিনি জানান, আগে মেন্টর গ্রুপ ভাল কাজ করেছে। এখন হয়তো সময় পাচ্ছে না। রাজ্যের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে যে মেন্টর গ্রুপ নেই, সে উল্লেখও করেন তিনি। স্বভাবতই শিক্ষামহলের প্রশ্ন, মেন্টর গ্রুপকে কি সরকার আর গুরুত্ব দিতে চাইছিল না? শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সুগতবাবু জানিয়েছেন, গভর্নিং বোর্ড তৈরি হওয়ার পরে মেন্টর গ্রুপ কখনওই প্রেসিডেন্সির প্রতিদিনের কাজে নাক গলায়নি। কিন্তু গ্রুপের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি বলেন, ‘‘মেন্টর গ্রুপ না থাকলেও প্রেসিডেন্সির প্রয়োজনে সব সময় পাশে থাকব।’’

এ দিন মেন্টর গ্রুপের চূড়ান্ত রিপোর্টে ইডেন হিন্দু হস্টেলের নাম থেকে হিন্দু শব্দটি সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু জানান, এই হস্টেলকে জাত, শ্রেণি, লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে নিয়ে যাওয়া উচিত। প্রসঙ্গত, এর আগের রিপোর্টে মেন্টর গ্রুপ এই হস্টেলের একটি উইংয়ে ছাত্রীদের থাকার কথা বলেছিল। এ দিন সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা হিন্দু হস্টেল খোলার দাবিপত্রে কবি শঙ্খ ঘোষকে পড়ুয়ারা স্বাক্ষরের অনুরোধ জানালে, তিনি তা করেন।

এ দিনের রিপোর্টে প্রেসিডেন্সির সামগ্রিক পরিবেশের উন্নতির জন্য গুচ্ছ সুপারিশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্সির মান উন্নয়নে দেশ-বিদেশ থেকে বিশিষ্ট শিক্ষকদের অতিথি অধ্যাপক হিসেবে আনা হোক। ডিস্টিংগুইসড অধ্যাপকদের যে পদ শূন্য রয়েছে, তা পূরণের চেষ্টা করার কথা উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে স্বাধিকার দেওয়ার কথাও বলে হয়েছে রিপোর্টে। এ ক্ষেত্রে তুলনামূলক নবীনরা আরও উদ্যোগী হোন, চায় মেন্টর গ্রুপ।

আসন খালি থাকা রুখতে সংরক্ষিত আসনগুলিকে সাধারণ পড়ুয়াদের জন্য খুলে দেওয়ার আগে যাদের জন্য আসনগুলি সংরক্ষিত, তাঁদের কাছে পৌঁছনো গিয়েছে কিনা, সেটা দেখা হোক বলে পরামর্শ দিয়েছে এই গ্রুপ। এ ক্ষেত্রে দার্জিলিং এবং পশ্চিমের জেলাগুলির তফসিলি উপজাতিভুক্ত পড়ুয়াদের কাছে পৌঁছনোর উপর জোর দেওয়া হয়েছে। ভর্তি হয়েও পড়ুয়ারা যাতে চলে না যান, তার জন্য ক্লাস শুরুর মুখেই সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়াদের সঙ্গে কথা বলা হোক। তাঁরা কী পড়তে চলেছেন, সেই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, কারা পড়াচ্ছেন, সব বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য ‘ওরিয়েন্টেশন’য়ের উদ্যোগ ব্যবস্থা করার কথা বলা হয়েছে। বিজ্ঞান এবং কলা-দু’টি আলাদা পর্যায়ে ভর্তির পরীক্ষা করা যায় কিনা, তা-ও দেখতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশদ্বারে বেসরকারি যে নিরাপত্তারক্ষীরা থাকেন, তাঁদের প্রাক্তনী এবং বিশ্ববিদ্যালয়ে আগতদের স্বাগত জানানোর মনোভাব তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করে মেন্টর গ্রুপ। বলা হয়েছে, প্রেসিডেন্সি দুর্গ নয়।

প্রেসিডেন্সির সংস্কারের নামে ঐতিহ্য ধ্বংস করেছেন কর্তৃপক্ষ, এমন অভিযোগ প্রাক্তনী সংসদের পক্ষ থেকে সুগতবাবুর কাছে করা হয়েছিল। রিপোর্টে মূল প্রবেশদ্বারে পুরনো গেটটি ফের বসানো যায় কিনা, তা ভেবে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মেন বিল্ডিংয়ের পোর্টিকোকে পুরোনো চেহারায় ফেরানোর কথাও বলা হয়েছে প্রস্তাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Presidency University Mentor group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE