Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মন্ত্রীর বাড়িতে আগুন

আগুন লাগল মন্ত্রী অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে। নিউ সাহাপুর কলোনিতে একটি ছ’তলা বাড়ির উপরের দু’টি তলায় থাকেন তাঁরা। বৃহস্পতিবার সকালে পাঁচতলায় তাঁদের ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন। তখন মন্ত্রী বাড়ি ছিলেন না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ০০:১২
Share: Save:

আগুন লাগল মন্ত্রী অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে। নিউ সাহাপুর কলোনিতে একটি ছ’তলা বাড়ির উপরের দু’টি তলায় থাকেন তাঁরা। বৃহস্পতিবার সকালে পাঁচতলায় তাঁদের ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন। তখন মন্ত্রী বাড়ি ছিলেন না।

পুলিশ জানায়, ঘটনার সময়ে ফ্ল্যাটে ছিলেন অরূপবাবুর মা সবিতাদেবী, ভাই স্বরূপ এবং তাঁর স্ত্রী তথা কাউন্সিলর জুঁইদেবী। পুলিশ জানায়, এ দিন সকাল সওয়া ১১টা নাগাদ একটি কাঠের আলমারির পিছন থেকে ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণেই আলমারিতে আগুন লেগে ঘর ধোঁয়ায় ভরে যায়। পড়শিদের খবর দেন জুঁইদেবী। পুলিশ জানায়, ধোঁয়ায় বাড়ির সকলেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ঝুম্পা বিশ্বাস নামে ওই বাড়ির এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়েরাই পরিবারের সকলকে ফ্ল্যাট থেকে বার করেন। বাড়ির অগ্নি-নির্বাপক যন্ত্র দিয়েই আগুন নেভানোর চেষ্টা চলে। পরে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আধঘণ্টায় আগুন নেভায়। তবে এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ঢুকতে অসুবিধা হয় দমকলের।

পরে যান দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দু’জনেই জানান, বাড়িতে অগ্নি-নির্বাপক ব্যবস্থা থাকায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE