Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মাত্র দশ মিনিটেই শেষ পুর অধিবেশন

কেন এমন হল? পুরসভার এক পদস্থ অফিসার জানান, অধিবেশনে সাধারণত বিরোধী বাম কাউন্সিলরেরা বেশি প্রশ্ন এবং প্রস্তাব করে থাকেন।

প্রতিবাদ: পুর অধিবেশনে এ ভাবেই মুখে কাপড় বেঁধে আসেন বাম কাউন্সিলরেরা। বুধবার। —নিজস্ব চিত্র।

প্রতিবাদ: পুর অধিবেশনে এ ভাবেই মুখে কাপড় বেঁধে আসেন বাম কাউন্সিলরেরা। বুধবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০২:৪৩
Share: Save:

দশ মিনিটেই শেষ মাসিক অধিবেশন। গত সাত বছরে এমন নজির কলকাতা পুরসভায় নেই বলেই জানিয়েছেন একাধিক পুরকর্তা। পুরসভা সূত্রের খবর, বুধবারের অধিবেশনে একটি করে প্রশ্ন ও প্রস্তাব জমা পড়েছিল। তা শেষ হয় দশ মিনিটেই।

কেন এমন হল? পুরসভার এক পদস্থ অফিসার জানান, অধিবেশনে সাধারণত বিরোধী বাম কাউন্সিলরেরা বেশি প্রশ্ন এবং প্রস্তাব করে থাকেন। কিন্তু এ দিন বাম কাউন্সিলরেরা কোনও প্রশ্ন ও প্রস্তাব জমা না দেওয়ায় এই পরিস্থিতি। এ দিন বিরোধী বাম কাউন্সিলরেরা অধিবেশনে হাজির হয়েছিলেন মুখে কালো কাপড় বেঁধে।

বাম কাউন্সিলর রত্না রায়মজুমদার, চয়ন ভট্টাচার্য এবং দেবাশিস মুখোপাধ্যায় জানান, অধিবেশনে তাঁদের তোলা নানা প্রশ্নের জবাব দেওয়া হয় না, কখনও এড়িয়ে যায় শাসক দল। এ সবের প্রতিবাদেই অধিবেশন কক্ষে তাঁরা কালো কাপড় মুখে বেঁধে নীরব প্রতিবাদ জানিয়েছেন। বাম কাউন্সিলরদের গলায় ঝোলানো ছিল প্ল্যাকার্ডও। তাতে লেখা ‘মাননীয়া অধ্যক্ষ আমাদের বলতে দিন’।

পুরসভা সূত্রের খবর, এ দিন দুপুর একটায় অধিবেশন শুরু হয়। বাম কাউন্সিলরেরা কক্ষে ঢোকার পর থেকেই নীরব ছিলেন। একমাত্র কংগ্রেসের প্রকাশ উপাধ্যায় একটি প্রশ্ন ও একটি প্রস্তাব উপস্থাপন করেন। সেই পর্ব দশ মিনিটে চুকে যায়। এর পরে জাতীয় সঙ্গীত শুরু হতেই মুখের কাপড় সরিয়ে সামিল হন বামেরা। তবে বামেদের অভিযোগ মানতে নারাজ পুরসভার চেয়ারপার্সন মালা রায় বলেন, আগের অধিবেশনগুলোর কার্যবিবরণী দেখলেই জানা যায় ওঁদের অভিযোগ ভিত্তিহীন।

এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে পুর প্রশাসন। এক আধিকারিকের কথায়, ভাগ্যিস প্রকাশ উপাধ্যায় প্রশ্ন জমা দিয়েছিলেন। না হলে, অধিবেশন প্রশ্ন ছাড়া কী ভাবে হতো বুঝতে পারছি না। এখন তৃণমূলেও ভাবনা চলছে, এমন পরিস্থিতি সামলাতে দলের কাউন্সিলরদেরও প্রশ্ন করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MUnicipality corporation Kolkata কলকাতা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE