Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গাড়ি ভাড়া নিয়ে নিজে চালান, শহরে নয়া পরিষেবা

পরিবারের সঙ্গে গাড়িতে লং ড্রাইভে যেতে চান। অথচ, নিজের গাড়ি নেই। গাড়ি ভাড়া করে যাওয়াই যায়। কিন্তু তাতে চালকের মর্জির উপরে নির্ভর করতে হবে। ব্যক্তিগত স্বাধীনতাও পুরোপুরি থাকবে না। কিন্তু এমন যদি হতো, ভাড়া গাড়ি কিন্তু তা চালাবেন আপনিই?

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৫
Share: Save:

পরিবারের সঙ্গে গাড়িতে লং ড্রাইভে যেতে চান। অথচ, নিজের গাড়ি নেই। গাড়ি ভাড়া করে যাওয়াই যায়। কিন্তু তাতে চালকের মর্জির উপরে নির্ভর করতে হবে। ব্যক্তিগত স্বাধীনতাও পুরোপুরি থাকবে না। কিন্তু এমন যদি হতো, ভাড়া গাড়ি কিন্তু তা চালাবেন আপনিই? এমন ইচ্ছেপূরণও এ বার হতে চলেছে কলকাতায়। পরিবহণ দফতর একটি বেসরকারি সংস্থাকে এমনই ‘রেন্ট-আ-কার’ পরিষেবা দেওয়ার অনুমোদন দিয়েছে। বুধবার কসবায় এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দেশে এমন পরিষেবা অবশ্য নতুন নয়। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো বড় শহরে ইতিমধ্যেই এমন পরিষেবা চালু রয়েছে। তবে কলকাতায় এই পরিষেবা প্রথম। এ দিন ওই পরিষেবার উদ্বোধনে পরিবহণমন্ত্রী বলেন, ‘‘দুর্গাপুজোর আগে এমন পরিষেবা শহরবাসীকে পুজোর আনন্দ আরও বেশি করে উপভোগ করতে সাহায্য করবে।’’ অনুষ্ঠানে ছিলেন ওই সংস্থার অধিকর্তা আকিরো আজুমা এবং ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ গম্ভীর। আকিরো বলেন, ‘‘ভবিষ্যতে আমরা এ রাজ্যে আরও বেশি বিনিয়োগ করার চেষ্টা করছি।’’ সন্দীপের কথায়, ‘‘এই পরিষেবার ক্ষেত্রে অনেক সময়েই সংশ্লিষ্ট সংস্থা চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ায়-কমায়। কিন্তু আমাদের এ ধরনের ‘সার্জ প্রাইসিং’ থাকছে না।’’

পরিবহণ দফতর সূত্রের খবর, শুধু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই যে কেউ এই পরিষেবা নিতে পারবেন। তবে গাড়ি বুক করলে সিকিওরিটি ডিপোজিট হিসেবে ৬০০০ টাকা জমা রাখতে হবে। যাত্রা শেষে ওই টাকা ফেরত পাবেন সংশ্লিষ্ট গ্রাহক। এ ছাড়া, অন্তত চার ঘণ্টার জন্য গাড়ি ভাড়া নিতে হবে। তবে গাড়ি অনুযায়ী ভাড়া ওঠা-নামা করবে ঘণ্টাপ্রতি ৮১ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। আর গাড়ি নিয়ে দুর্ঘটনা ঘটালে কী হবে? সন্দীপ বলেন, ‘‘মত্ত অবস্থায় গাড়ি চালালে জরিমানা হবে। সিকিওরিটি ডিপোজিটও কেটে নেওয়া হবে। তা ছাড়া, আমাদের সব গাড়িরই বিমা করা আছে। গ্রাহকদের আমরা ঝামেলায় ফেলব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car service Car rental
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE