Advertisement
২০ এপ্রিল ২০২৪

গান বদল রবীন্দ্র সরোবরে

এক নাগাড়ে কয়েক বছর ধরে একই গান বেজে চলেছে। কখনও রবীন্দ্রসঙ্গীত, কখনও আধুনিক বাংলা গান। রবীন্দ্র সরোবরে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রদর্শনীতে একই গানের একঘেয়েমি দূর করতে নতুন গানের ডালি সাজিয়ে দর্শকদের মনোরঞ্জনে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০১:৪৬
Share: Save:

এক নাগাড়ে কয়েক বছর ধরে একই গান বেজে চলেছে। কখনও রবীন্দ্রসঙ্গীত, কখনও আধুনিক বাংলা গান। রবীন্দ্র সরোবরে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রদর্শনীতে একই গানের একঘেয়েমি দূর করতে নতুন গানের ডালি সাজিয়ে দর্শকদের মনোরঞ্জনে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ। এ বার ঋতু অনুযায়ী তৈরি হবে ‘থিম সং’।

রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘একঘেয়েমি দূর করে দর্শকদের মনোরঞ্জনই মূল উদ্দেশ্য। বাংলার নতুন বছর থেকে এই নতুন গান শোনানো হবে। একটি সংস্থাকে গান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।’’ ২০১২-র ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফোয়ারার উদ্বোধন করেন। নাম দেওয়া হয় ‘আলোকের ঝর্নাধারা’। প্রথমে রাজ্য পরিবেশ দফতর এর রক্ষণাবেক্ষণ করলেও পরে দায়িত্ব যায় কেআইটি-র হাতে।

কেআইটি সূত্রের খবর, রবীন্দ্র সরোবরে ফোয়ারায় রোজ সন্ধ্যায় একবার করে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রদর্শনী হয়। শনি-রবিবার হয় দু’বার করে। ২০ মিনিটের প্রদর্শনীতে বাজানো হয় গানও। রবীন্দ্র সরোবরের সৌন্দর্যায়ন প্রকল্পের মধ্যেই ছিল এই প্রদর্শনী। এ বার এই গানগুলি পরিবর্তন করে বাংলার ছয় ঋতু নিয়ে নতুন গানের পসরা তৈরি করছেন কেআইটি কর্তৃপক্ষ। মন্ত্রী জানান, ঋতু অনুযায়ী গান বাজানো হলে নতুনত্ব থাকবে। রাজারহাটে ইকো পার্কেও ঋতুভিত্তিক গানের ব্যবস্থা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Light and Sound Exhibition Rabindra Sarobar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE