Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুর্ঘটনা বন্ধে ট্র্যাফিকে নতুন পরিকল্পনা

প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ পাঁচ নম্বর সেক্টরের দমকল দফতরের অফিসের কাছে দুর্ঘটনায় মারা যান এক মহিলা। কারণ খতিয়ে দেখে পুলিশ দেখে, চালক এবং বাসযাত্রী— উভয়েরই সচেতনতার অভাব রয়েছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০১:১৮
Share: Save:

নতুন ট্র্যাফিক-বিধি চালু করার পরে পাঁচ নম্বর সেক্টরে দুর্ঘটনা আগের চেয়ে কমলেও পুরো নিয়ন্ত্রণে আসেনি। তাই ফের পরিকল্পনায় রদবদল বিধাননগর ট্র্যাফিক দফতরের। পুলিশের কর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে পাঁচ নম্বর সেক্টরের বিভিন্ন রাস্তাকে কেন্দ্র করে যানবাহন নিয়ন্ত্রণের কাজ শুরু হবে। পরীক্ষামূলক ভাবে আগামী সোমবার থেকে কার্যকর হবে নতুন পরিকল্পনা।

প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ পাঁচ নম্বর সেক্টরের দমকল দফতরের অফিসের কাছে দুর্ঘটনায় মারা যান এক মহিলা। কারণ খতিয়ে দেখে পুলিশ দেখে, চালক এবং বাসযাত্রী— উভয়েরই সচেতনতার অভাব রয়েছে। এর পরেই ট্র্যাফিক পরিকল্পনা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করে বিধাননগর ট্র্যাফিক দফতর এবং নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষ।

ঠিক হয়েছে, প্রথম পর্যায়ে যান নিয়ন্ত্রণের কাজ শুরু হবে ইপি এবং জিপি ব্লকের রাস্তায়। ওই দুই ব্লকের রাস্তা একমুখী করা হচ্ছে। আগে এখানে সর্বত্র একমুখী নিয়ম ছিল না। নয়া পরিকল্পনা অনুসারে সমস্ত গাড়ি ইনফিনিটি মোড়, অক্সফোর্ড মোড় এবং টিসিএস মোড় থেকে ইপি-জিপি ব্লকে ঢুকবে। আবার ইপি-জিপি ব্লক থেকে সব গাড়ি ওয়েবেল ভবন, ওয়েবেল মোড়, আরডিবি এবং দমকল দফতরের রাস্তা ধরে বেরিয়ে যাবে। কোনও গাড়িকে ওয়েবেল ভবন এবং দমকল দফতরের রাস্তা ধরে ইপি-জিপি ব্লকের দিকে ঢুকতে দেওয়া হবে না। এক পুলিশকর্তা জানিয়েছেন, পরীক্ষামূলক বিধি সফল হলে অন্য রাস্তার ক্ষেত্রেও তা প্রয়োগ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic Police Traffic Rules
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE