Advertisement
২০ এপ্রিল ২০২৪

নতুন টার্মিনাস থেকে শুধু ‘লোকাল’ বাস

কোনা এক্সপ্রেসওয়েতে যানজট বাড়ার আশঙ্কায় সাঁতরাগাছির বাস টার্মিনাস থেকে আন্তঃরাজ্য বাস চলাচলের সিদ্ধান্ত স্থগিত থাকল। অর্থাৎ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে কোনা এক্সপ্রেসওয়ের পাশে তৈরি হওয়া কলকাতা সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে ‘লোকাল’ রুটের বাসই চলবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০০:০১
Share: Save:

কোনা এক্সপ্রেসওয়েতে যানজট বাড়ার আশঙ্কায় সাঁতরাগাছির বাস টার্মিনাস থেকে আন্তঃরাজ্য বাস চলাচলের সিদ্ধান্ত স্থগিত থাকল। অর্থাৎ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে কোনা এক্সপ্রেসওয়ের পাশে তৈরি হওয়া কলকাতা সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে ‘লোকাল’ রুটের বাসই চলবে।

বৃহস্পতিবার বারুইপুর থেকে রিমোট কন্ট্রোলে মুখ্যমন্ত্রী টার্মিনাসটির উদ্বোধন করে এ কথা জানান অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী-সহ রাজ্যে পরিবহণের দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা। ছিলেন মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের কৃষি-বিপণন মন্ত্রী অরূপ রায়-সহ জেলার বহু তৃণমূল বিধায়ক, পরিবহণ দফতরের কর্তা ও জেলা প্রশাসনের কর্তারা।

রাজ্য পরিবহণ দফতরের যুগ্ম সচিব বিশ্বজিৎ দত্ত জানান, কেএমডিএ-র ১২.৩৮ একর জমিতে তৈরি হওয়া ওই টার্মিনাস থেকে আপাতত ৩৫টি রুটের ১৫০টি ‘লোকাল’ বাস চলবে। ধাপে ধাপে সংখ্যা আরও বাড়ানো হবে। বিশ্বজিৎবাবু বলেন, ‘‘আন্তঃরাজ্য বাস চলার জন্য আরও পরিকাঠামো দরকার। তা না হলে কোনা এক্সপ্রেসওয়েতে যানজট হবে।’’ তবে কি আসলে পরিকল্পনার ত্রুটিই দায়ী?

কৃষি-বিপণন মন্ত্রী বলেন, ‘‘কোনও পরিকল্পনার ত্রুটি নেই। আগামী দিনে এই জায়গা থেকে আন্তঃরাজ্য বাসই চলবে। এ জন্যই এই টার্মিনাস করা হয়েছে। তবে কোনা এক্সপ্রেসওয়েতে যানজট যাতে না হয়, সে কারণে আরও কিছু পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর। কয়েকটি লেন বাড়ানো হবে। একটা ফ্লাই ওভারের পরিকল্পনাও রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE