Advertisement
১৬ এপ্রিল ২০২৪

চোয়াল ভাঙলেন ডাক্তার

আক্কেল দাঁত তুলতে গিয়ে রোগিণীর চোয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। এ ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ভাবে প্রমাণিত, ঘটনার পরে অভিযুক্ত চিকিৎসক রোগিণীকে ১০ হাজার টাকা দেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০০:৩০
Share: Save:

আক্কেল দাঁত তুলতে গিয়ে রোগিণীর চোয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। এ ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ভাবে প্রমাণিত, ঘটনার পরে অভিযুক্ত চিকিৎসক রোগিণীকে ১০ হাজার টাকা দেন। তার পরে তাঁকে অস্ত্রোপচারের জন্য কলকাতার আর আহমেদ ডেন্টাল হাসপাতালে রেফার করেনে। কিন্তু রেফারাল ডাক্তারের নামের জায়গায় অন্য নাম লেখেন।

অভিযুক্ত চিকিৎসক তথাগত দাস বসিরহাট হাসপাতালের ডেন্টাল সার্জন। হাসপাতাল ও স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দিন পনেরো আগে ভারতী সরকার নামে এক রোগিণী তাঁর নীচের চোয়ালের একটি আক্কেল দাঁত তুলতে যান। অভিযোগ, দাঁতটি তুলতে গিয়ে তথাগতবাবু নীচের চোয়ালটি ভেঙে দেন। ভারতীদেবীর আর্থিক অবস্থা ভাল নয়। ফলে নামী হাসপাতালে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি করার ক্ষমতা তাঁর ছিল না। অভিযোগ, ভুল বুঝে ওই চিকিৎসক রোগিণীকে কলকাতায় পাঠান।

আর আহমেদ থেকে খবর যায় স্বাস্থ্য ভবনে। এক স্বাস্থ্যকর্তার কথায়, ‘‘গুরুতর অভিযোগ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছি। ওই চিকিৎসক জেরার মুখে কেঁদে ভুল স্বীকারও করেছেন।’’ অভিযুক্ত চিকিৎসক বলেন, ‘‘কোনও মন্তব্য করব না। যা বলার স্বাস্থ্যকর্তারা বলবেন।’’ এক স্বাস্থ্যকর্তা জানান, আর আহমেদে অস্ত্রোপচারের পরে ওই মহিলা সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dentist Jaw Operation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE