Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আহত রোগিণী, অভিযুক্ত হাসপাতাল

শরীরে সোডিয়াম-পোটাশিয়ামের মাত্রার সমস্যা হওয়ায় হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি হন ঢাকুরিয়ার পূর্ণিমা সর্বাধিকারী (৫৬)। কিন্তু সেই সমস্যা সারাতে এসে আপাতত জখম চোখ নিয়ে ওই হাসপাতালেরই আইসিইউ-তে ভর্তি তিনি। মঙ্গলবার রাতে ওয়ার্ডে পড়ে গিয়েই ওই চোট লাগে বলে হাসপাতাল সূত্রে খবর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪০
Share: Save:

শরীরে সোডিয়াম-পোটাশিয়ামের মাত্রার সমস্যা হওয়ায় হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি হন ঢাকুরিয়ার পূর্ণিমা সর্বাধিকারী (৫৬)। কিন্তু সেই সমস্যা সারাতে এসে আপাতত জখম চোখ নিয়ে ওই হাসপাতালেরই আইসিইউ-তে ভর্তি তিনি। মঙ্গলবার রাতে ওয়ার্ডে পড়ে গিয়েই ওই চোট লাগে বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের গাফিলতিতেই ঘটনাটি ঘটে বলে স্থানীয় থানায় অভিযোগ করেছেন তাঁর পরিজনেরা। ঘটনার পরিপ্রেক্ষিতে নার্সিং সুপারভাইজার গীতশ্রী মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্ণিমাদেবীর আত্মীয়া বিজয়া চক্রবর্তীর অভিযোগ, রাতে ওয়ার্ডে ন্যূনতম দেখভালের ব্যবস্থা ছিল না। তারই খেসারত দিতে হয়েছে। এমনকী, আহত হওয়ার পরে সংশ্লিষ্ট নার্স তাঁর প্রাথমিক চিকিৎসাও করেননি। পূর্ণিমাদেবীর বাঁ চোখের আঘাত এত গুরুতর যে, এই মুহূর্তে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগ। ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালের সিইও রূপক বড়ুয়ার অবশ্য দাবি, চোখে আঘাত লাগলেও দৃষ্টিশক্তিজনিত সমস্যা হয়নি। তিনি বলেন, ‘‘ওই রোগিণীর রক্তচাপ বেশি। ডায়াবিটিসও রয়েছে। তবে এমন দুর্ঘটনা বরদাস্ত করা হবে না। কী ভাবে এটা ঘটল, আমরা খতিয়ে দেখছি। তবে এটুকু জানা গিয়েছে যে, ওই নার্সের আচরণ ঠিক ছিল না। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE