Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফাঁদ পেতে ধৃত মাদক বিক্রেতা

ধরা পড়ে গেল ভরম ওরফে মহম্মদ শোয়েব। লালবাজার সূত্রের খবর, মাদকের ওই কুখ্যাত কারবারিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খিদিরপুরের গোপাল ঘোষ লেন থেকে গ্রেফতার করেছেন নার্কোটিক সেল-এর অফিসারেরা।

ভরম ওরফে মহম্মদ শোয়েব

ভরম ওরফে মহম্মদ শোয়েব

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৬:১০
Share: Save:

ফাঁদটা পাতা হয়েছিল এমন এক জন ‘বিশ্বস্ত’-কে দিয়ে, যাতে একটুও সন্দেহ না হয়। এমন এক জন, যে ‘বেইমানি’ করবে বলে ভাবাই যায় না। তা ছাড়া, দু’কেজি মানে লাখ চারেক টাকারও বেশি চরসের বায়না। অন্য কিছু মনে করার অবকাশই নেই। আর এই বিশ্বাসটাই কাল হল। ধরা পড়ে গেল ভরম ওরফে মহম্মদ শোয়েব। লালবাজার সূত্রের খবর, মাদকের ওই কুখ্যাত কারবারিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খিদিরপুরের গোপাল ঘোষ লেন থেকে গ্রেফতার করেছেন নার্কোটিক সেল-এর অফিসারেরা।

ভরম ধরা পড়ার পরে এ বার গোয়েন্দাদের লক্ষ্য বাকি তিন চরস কারবারি— দিলশাদ, ইমরান ও আয়ুব। ভরমের কাছ থেকে এক কেজি ১০০ গ্রাম চরস উদ্ধার করা হয়েছে, যার দাম দু’লক্ষ টাকা। তার কাছে নগদ ১১০০ টাকাও মিলেছে।

গোয়েন্দা সূত্রে খবর, বছর চারেক পরে ভরমকে ফের ধরা গেল। এন্টালি এলাকার মহম্মদ ইসমাইল স্ট্রিটের বাসিন্দা ভরম বহু দিন রাজ্যের বাইরে ছিল। দু’দিন আগে সে দিল্লি থেকে কলকাতায় আসে। গোয়েন্দারা খবর পান, মানালি থেকে সে আড়াই কেজি চরস নিয়ে এসেছে। ভরমের বিশ্বস্ত এক জনকে দিয়ে জানানো হয়, দু’কেজি চরস লাগবে, নগদও তৈরি। কিন্তু তার পরেও ভরম এক কেজির বেশি চরস নিয়ে খিদিরপুরে আসায় গোয়েন্দারা মনে করছেন, মানালি থেকে আনা চরসের বেশির ভাগটা সে অন্য কাউকে বিক্রি করেছে। কে সেই খদ্দের, তা জানার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE