Advertisement
২৫ এপ্রিল ২০২৪
দৃষ্টান্ত মেটিয়াবুরুজ

বিদ্যুৎ চুরি ধরিয়ে দেবেন যিনি, তাঁর নিরাপত্তা দেবে কে

বিদ্যুৎ চুরির খবর পেতে চেয়ে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে প্রচার করে সিইএসসি। তবে যিনি খবর দিচ্ছেন, তাঁর নিরাপত্তার দায়িত্ব কে নেবে? শুক্রবার রাতে মেটিয়াবুরুজের ঘটনার পর প্রশ্নটা কিন্তু উঠে গেল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০১:১৯
Share: Save:

বিদ্যুৎ চুরির খবর পেতে চেয়ে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে প্রচার করে সিইএসসি। তবে যিনি খবর দিচ্ছেন, তাঁর নিরাপত্তার দায়িত্ব কে নেবে? শুক্রবার রাতে মেটিয়াবুরুজের ঘটনার পর প্রশ্নটা কিন্তু উঠে গেল।

বিদ্যুৎ চুরি রুখতে গিয়ে, হুকিং কাটতে গিয়ে সিইএসসি কর্মীরা আক্রান্ত হয়েছেন, এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে। কিন্তু শুক্রবার রাতে মেটিয়াবুরুজের লিচুবাগান বস্তিতে নজরুল ইসলাম নামে মধ্যবয়সী যে ব্যক্তি খুন হলেন, তিনি হুকিংয়ের খবর দিয়েছিলেন সিইএসসি-কে। সেই অপরাধেই তাঁকে খুন হতে হল।

কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দাপ্রধান বিশাল গর্গও বলছেন, ‘‘বেআইনি হুকিংয়ের প্রতিবাদ করতে গিয়ে মেটিয়াবুরুজে এক ব্যক্তি খুন হয়েছেন।’’ সিইএসসি-র বক্তব্য, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে কেউ বিদ্যুৎ চুরির খবর দিতেই পারেন। কিন্তু তাঁকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের মতো কোনও সংস্থার নয়।

বিদ্যুৎ চুরি রুখতে বিভিন্ন মাধ্যমে সিইএসসি এখন প্রচার করে থাকে। নির্দিষ্ট একটি ফোন নম্বরে সাধারণ মানুষকে বিদ্যুৎ চুরির খবর দিতেও বলা হয়। একই ভাবে প্রচার চালায় সরকারি বিদ্যুৎ সংস্থাগুলিও। কিন্তু বিদ্যুৎ চুরির খবর দেওয়ার ‘অপরাধে’ কাউকে খুন করা হয়েছে, এমন ঘটনা কখনও ঘটেছে বলে বিদ্যুৎ কর্তারা মনে করতে পারছেন না। সিইএসসি জানাচ্ছে, কোনও হুকিং-ট্যাপিং-এর খবর কেউ দিলে তারা কখনও ওই ব্যক্তির নাম-ঠিকানা বা ফোন নম্বর জানতে চান না। কেউ নিজে থেকে জানালে ভাল। না জানালেও সিইএসসি-র কোনও আপত্তি থাকে না। সব সময়েই ওই ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়।

খবর পাওয়ার পর সেটা সত্যি কি না, সেই তল্লাটে গিয়ে খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হয়। সিইএসসি সূত্রের খবর, বহু সচেতন মানুষই গোপনে হুকিং-ট্যাপিং-এর খবর দেন। অনেক সময়ই তা সত্যি ঘটনাই হয়। সেই সূত্র ধরে হুকিং কাটাও হয়। প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর-ও করা হয়। কিন্তু বিদ্যুৎ চুরির খবর দিয়ে খুনের ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছে না সিইএসসি।

মেটিয়াবুরুজের ঘটনায় বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উদ্বিগ্ন। তিনি বলেছেন, ‘‘এমনটা কাম্য নয়। বিদ্যুৎ চুরি একটা সামাজিক ব্যাধি।’’

পুলিশের একাংশের বক্তব্য, নিহত নজরুল ইসলাম শুধু সিইএসসি-কে খবর দিয়েই ক্ষান্ত হননি, হুকিং কাটতে যখন সিইএসসি-র কর্মীরা এলাকায় পৌঁছন, তখন নিজে হাজির থেকে তাঁদের সব দেখিয়ে দিচ্ছিলেন। আর এটাই তাঁর কাল হল। যদিও নিহতের পরিবার জানাচ্ছেন, বরাবরই প্রতিবাদী নজরুল আড়ালে থেকে কাজ করার পক্ষপাতী ছিলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE