Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুলিশি দক্ষতায় প্রশ্ন কোর্টের

মাদক-তদন্তে লালবাজারের দায়বদ্ধতা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই প্রশ্ন তুলেছিল। তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে খোদ পুলিশ কমিশনারকে আদালতে তলবও করেছিলেন হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। এ বার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একটি মামলার তদন্ত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে তুলে দিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৪
Share: Save:

মাদক-তদন্তে লালবাজারের দায়বদ্ধতা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই প্রশ্ন তুলেছিল। তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে খোদ পুলিশ কমিশনারকে আদালতে তলবও করেছিলেন হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। এ বার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একটি মামলার তদন্ত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে তুলে দিলেন তিনি।

বৃহস্পতিবার বিচারপতি নির্দেশ দেন, ৩ অক্টোবরের মধ্যে ওই মামলার তদন্ত এনসিবি-র হাতে তুলে দিতে হবে। পুলিশ জানায়, একটি রেভ পার্টিতে মাদক সরবরাহের অভিযোগে ২০১২-এ মেলভিন স্মিথ নামে এক যুবককে ধরা হয়। তার কাছে রাজীব মোহতা নামে এক মাদক পাচারকারীর সন্ধান মেলে। রাজীব জেরায় জানায়, মাদক পাচারে যুক্ত রয়েছে হ্যামবার্গ, চার্লস ও ডোনাল্ড নামে আরও তিন যুবকের ঠিকানা জানায়। কিন্তু গোয়েন্দা দফতরের অফিসারেরা কাউকেই গ্রেফতার করতে পারেননি।

এ দিন বিচারপতি জানান, নাগালের মধ্যে পেয়েও গোয়েন্দারা পাচারকারীদের ধরতে পারেননি। তারা তাই নাগালের বাইরে চলে গিয়েছে। পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তদন্তের নথি এনসিবি-র হাতে তুলে দিতে বলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE