Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাইরের গাড়ির ফাঁসে বেহাল ফার্ন রোড

৬৮ নম্বর ওয়ার্ডের অধীন ওই এলাকা। সম্প্রতি ওয়ার্ডের এক বৈঠকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা।

দখল: বাড়ির পথ আগলে গাড়ির সার। —নিজস্ব চিত্র।

দখল: বাড়ির পথ আগলে গাড়ির সার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৫
Share: Save:

নিজের বাড়িতেই ঢোকা যাচ্ছে না। কারণ বাড়ির প্রবেশপথ আগলে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। কখনও তা ঘণ্টার পর ঘণ্টাও থাকে বলে অভিযোগ বাসিন্দাদের। তার জেরে বাড়ি ঢুকতেই হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি পুলিশে অভিযোগও দায়ের করেছেন বালিগঞ্জের ফার্ন রোডের কয়েক জন বাসিন্দা।

তাঁদের অভিযোগ, ফার্ন রোডে বেআইনি পার্কিংয়ের সমস্যা রীতিমত জটিল আকার ধারণ করেছে। এর আগেও সমস্যার কথা জানিয়ে ট্র্যাফিক পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘আশপাশে বাজার করতে এসে অনেকেই ফার্ন রোডের উপরে গাড়ি দাঁড় করিয়ে রেখে চলে যান। অন্য এক বাসিন্দার কথায়, ‘‘নিজের বাড়িতেই ঢোকার রাস্তা থাকে না। এমনকী নিজেদের গাড়িও বাড়ির সামনে রাখার উপায় নেই। রাস্তা জুড়ে বাইরের সব গাড়ি দাঁড়িয়ে থাকে।’’

৬৮ নম্বর ওয়ার্ডের অধীন ওই এলাকা। সম্প্রতি ওয়ার্ডের এক বৈঠকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় বলেন, ‘‘বেআইনি পার্কিংয়ের জেরে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। এ নিয়ে ট্র্যাফিক পুলিশকে জানিয়েছি। কিছুই হয়নি।’’ তিনি জানাচ্ছেন, বেআইনি পার্কিং রুখতে এলাকার বাচ্চাদের নিয়ে এ বার রাস্তায় নামবেন। তাদের হাতের প্ল্যাকার্ডে থাকবে বেআইনি পার্কিং বন্ধের আবেদন। গাড়িচালকের কাছে বাচ্চারা অনুরোধ করবে, এখানে যেন গাড়ি পার্ক না করা হয়!

সাউথ ইস্ট ট্র্যাফিক গার্ড সূত্রের খবর, বাসিন্দাদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হচ্ছে, ওখানে গাড়ি রাখার ফলে মূল রাস্তায় যানজট হচ্ছে বলে কোনও রিপোর্ট এখনও জমা পড়েনি।

ট্র্যাফিক পুলিশের এক অফিসারের কথায়, ‘‘কেউ যদি গাড়ি পার্কিংয়ের জন্য বাড়িতে ঢুকতে না পারেন, তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। সে ক্ষেত্রে ওই রাস্তায় গাড়ি রাখা পুরোপুরি বন্ধ করা হবে কি না, সে নিয়ে ভাবতে হবে।’’

মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার বলেন, ‘‘পুরসভার পার্কিং দফতরে ওই এলাকার বাসিন্দারা সুনির্দিষ্ট অভিযোগ জানান। তার পরিপ্রেক্ষিতে পুরসভার তরফে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE