Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সেরার যুদ্ধে ‘ছোটরাও’

বড় আর নামী পুজোর জাঁকজমক-আড়ম্বরের মধ্যেও থেকে যায় অনেক ছোটখাটো পুজোকমিটি, যাঁদের উপরে কোনওদিনই সেই ভাবে প্রচারের আলো পড়ে না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:১০
Share: Save:

বড় আর নামী পুজোর জাঁকজমক-আড়ম্বরের মধ্যেও থেকে যায় অনেক ছোটখাটো পুজোকমিটি, যাঁদের উপরে কোনওদিনই সেই ভাবে প্রচারের আলো পড়ে না। তাঁদের কারও বাজেট সীমিত, কারও বা লোকবল। এত প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠা ভরে প্রতি বছর দুর্গাপুজো করে থাকেন। পুজোর প্রতি নিখাদ ভালবাসাই তাঁদের সাহস জোগায় সব বাধাকে জয় করার। কলকাতার এমনই কয়েকটি পুজো কমিটিকে কুর্নিশ করতে এসে গেল ‘জান্ডু বাম কষ্ট করে শ্রেষ্ঠ সম্মান’। সীমিত স্পনসরে পুজো, কম বাজেটে নতুন ভাবনা এবং স্বল্প লোকবলে পুজো— এই তিন মাপকাঠিতে বেছে নেওয়া হবে সেরা পুজো কমিটিকে। তারা পাবে এক লক্ষ টাকা। প্রথম রানার্স-আপের মুকুট উঠবে যে পুজোকমিটির মাথায়, তাদের পুরস্কার ৭৫ হাজার। এ ছাড়াও দ্বিতীয় রানার্স-আপের জন্য থাকছে ৫০ হাজার টাকা। তাই আর দেরি নয়। সেরা হওয়ার এই লড়াইয়ে আপনি থাকছেন তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE