Advertisement
১৬ এপ্রিল ২০২৪
জয়পুরিয়া কলেজ

পড়ুয়া-কর্মী হাতাহাতি

পড়ুয়াদের সঙ্গে এক কর্মচারীর হাতাহাতি হল জয়পুরিয়া কলেজে। শুক্রবার ওই ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। কলেজ সূত্রে খবর, ৯ মে কিছু ছাত্রী অভিযোগ করেন, তপন মণ্ডল নামে এক কর্মচারী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের কটূক্তি করেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০১:০৬
Share: Save:

পড়ুয়াদের সঙ্গে এক কর্মচারীর হাতাহাতি হল জয়পুরিয়া কলেজে। শুক্রবার ওই ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। কলেজ সূত্রে খবর, ৯ মে কিছু ছাত্রী অভিযোগ করেন, তপন মণ্ডল নামে এক কর্মচারী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের কটূক্তি করেছেন। তা অস্বীকার করে তপনবাবুর পাল্টা দাবি, তাঁকেই মারধর করেন কিছু ছাত্র। অধ্যক্ষ এ দিন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদককে ডেকে পাঠান। কলেজ সূত্রে খবর, ছাত্রীরা অধ্যক্ষের ঘরে যাওয়ার সময়েই গোলমাল শুরু। পুলিশ পরিস্থিতি সামলায়। এক ছাত্রী সুস্মিতা হাজরা বলেন, ‘‘তপনবাবু ও তাঁর মা আমাদের মারতে শুরু করেন। অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছি।’’ আরও অভিযোগ, বহিরাগতেরা তাঁদের মারধর করে। তপনবাবুর আত্মীয় অর্ণব সাহা পাল্টা বলেন, ‘‘মিথ্যা অভিযোগ হয়েছিল বলে তপনের মা অধ্যক্ষের কাছে যান। পড়ুয়াদের একাংশ তাঁদের উপরে চড়াও হয়।’’ রাত পর্যন্ত পুলিশে অভিযোগ হয়নি। অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায় বলেন, ‘‘সব অভিযোগ পেয়েছি। আইন মেনে সমস্যা মেটানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jaipuria College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE