Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গুলিতে জখম তিন দুষ্কৃতী

প্রথমে একসঙ্গে বসে মদ্যপান। তার পরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে গুলিতে জখম দু’জনেই। যদিও শনিবার রাতে হাওড়া গোলাবাড়ি থানার ঘাসবাগানে ওই ঘটনায় গুলি কে চালিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৭:১৪
Share: Save:

প্রথমে একসঙ্গে বসে মদ্যপান। তার পরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে গুলিতে জখম দু’জনেই। যদিও শনিবার রাতে হাওড়া গোলাবাড়ি থানার ঘাসবাগানে ওই ঘটনায় গুলি কে চালিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। আহত দুই ব্যক্তিকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, দু’জনেই এলাকার দাগি দুষ্কৃতী।

পুলিশ জানিয়েছে, গোলাবাড়ির গোলাম আব্বাস লেনের বাসিন্দা ছোটু রায় এবং ঘাসবাগানের বাসিন্দা সুরজ সিংহ নামে ওই দুই ব্যক্তির মধ্যে বিভিন্ন বিষয়ে ভাগবাঁটোয়ারা নিয়ে পুরনো শক্রতা রয়েছে। নানা অপরাধে জড়িত হিসেবে পুলিশের খাতায় নামও রয়েছে তাদের। শনিবার গভীর রাত পর্যন্ত ঘাসবাগান এলাকায় গঙ্গার ঘাটে বসে মদ্যপান করতে দেখা গিয়েছিল তাদের। এর পরে সুরজের মোটরবাইকে চেপেই বাড়ি ফিরছিল ছোটু।

এর পরেই হঠাৎ পরপর গুলির শব্দ। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে ছোটু এবং সুরজ। রাস্তার এক পাশে পড়ে রয়েছে তাদের মোটরবাইকটি। এলাকাবাসীই থানায় ঘটনার খবর দিলে পুলিশ দু’জনকে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, পরপর চার রাউন্ড গুলি চলেছে ছোটুর রিভলভার থেকেই। হাসপাতাল সূত্রে খবর, এর মধ্যে একটি গুলি লেগেছে ছোটুর ডান পায়ে, অন্যটি সুরজ সিংহের পিঠের ডান দিকে। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ছোটুর পায়ে অস্ত্রোপচার হয়। গুলির আঘাত সুরজের পিঠের ডান দিকে হওয়ায় তাকে প্রথমে মেডিক্যাল কলেজ এবং পরে কলকাতার আলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, ছোটু দাবি করেছে, চলন্ত মোটরবাইকে কোনও ভাবে তার পকেটে চাপ পড়ে রিভলভার থেকে গুলি ছিটকে বেরিয়েছে। হাওড়া পুলিশের গোয়েন্দাপ্রধান সুমিত কুমার বলেন, ‘‘এরা দু’জনেই পুরনো দুষ্কৃতী। গুলি কী ভাবে চলেছে, তা এখনও পরিষ্কার নয়। এটা পরিকল্পিত আঘাত না দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

firing miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE