Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তিন মিছিল, যানজটে রুদ্ধ মহানগর

Triple Rallyহাওড়া যাওয়ার জন্য শিয়ালদহ থেকে দুপুর তিনটেয় বাসে চেপেছিলেন শ্রীরামপুরের বাসিন্দা গণেশ পাল। অন্য দিন যেখানে আধ ঘণ্টা সময় লাগে, এ দিন সেখানে প্রায় দেড় ঘণ্টা লেগে যায়।

অপেক্ষা: একাধিক মিছিলের জেরে থমকে যানবাহন। বুধবার, শিয়ালদহে। —নিজস্ব চিত্র।

অপেক্ষা: একাধিক মিছিলের জেরে থমকে যানবাহন। বুধবার, শিয়ালদহে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ০২:২০
Share: Save:

ফের কাজের দিনে মিছিলের জেরে যানজটে নাকাল হলেন শহরবাসী। লালবাজার সূত্রের খবর, বুধবার দুপুরে গণেশ টকিজ মোড়, শিয়ালদহ ও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে তিনটি মিছিল বের হয়। ধর্মতলামুখী তিনটি বড় মিছিলের জেরে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মধ্য ও দক্ষিণ কলকাতায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হাওড়া যাওয়ার জন্য শিয়ালদহ থেকে দুপুর তিনটেয় বাসে চেপেছিলেন শ্রীরামপুরের বাসিন্দা গণেশ পাল। অন্য দিন যেখানে আধ ঘণ্টা সময় লাগে, এ দিন সেখানে প্রায় দেড় ঘণ্টা লেগে যায়। লালবাজার সূত্রের খবর, জিএসটি-র প্রতিবাদে বুধবার দুপুর দেড়টা নাগাদ মৌলালি থেকে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে প্রথম মিছিল বেরোয়। মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছয়। ওই মিছিলে প্রায় দুশো মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুর আড়াইটে নাগাদ ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পরে মিছিলকারীরা ওয়াই চ্যানেল বেশ কিছুক্ষণের জন্য অবরোধ করেন। ফলে ধর্মতলা-সহ আশপাশের রাস্তায় গাড়ি চলাচলের গতি শ্লথ হয়ে যায়। লালবাজার সূত্রে খবর, জিএসটি-র প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল প্রগতিশীল মজদুর ইউনিয়নের উদ্যোগে বেলা তিনটে নাগাদ গণেশ টকিজ মোড় থেকে দ্বিতীয় মিছিল শুরু হয়। ওই মিছিল বিবেকানন্দ রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পৌঁছয় বিকেল চারটে নাগাদ। একই সময়ে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে ছাত্র, শিক্ষক, গবেষকদের একটি মিছিল ধর্মতলায় আসে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন দাবি নিয়ে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে দুপুর তিনটে নাগাদ মিছিল বেরোয়। এই মিছিলে প্রায় চারশো মানুষ পা মেলান। মিছিল সায়েন্স কলেজ থেকে শিয়ালদহ, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় ওয়াই চ্যানেলে পৌঁছয়।

পুলিশ জানিয়েছে, দু’টি মিছিল প্রায় একই সময়ে ধর্মতলা পৌঁছনোর পরে ওয়াই চ্যানেলে বেশ কিছুক্ষণের জন্য অবরোধ চলে। মিছিলকারীদের জমায়েতের জেরে এ দিন এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, মৌলালি, জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু করে গোটা ধর্মতলা চত্বর দীর্ঘক্ষণ যানজটের কবলে পড়ে। বিকেলের দিকে অফিস ফেরত মানুষদের প্রবল হয়রানি হয়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুর একটা নাগাদ বিজেপি সমর্থকেরা লাউডন স্ট্রিটে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ দেখান। তারাও রাস্তা অবরোধও করেন। বিজেপির অবরোধের জেরে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও লাউডন স্ট্রিটে বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE