Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ফের মার খেলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ

কর্তব্য পালন করতে গিয়ে পথেঘাটে পুলিশের নিগৃহীত হওয়ার ঘটনা এখন আর নতুন নয়। সমাজের প্রভাবশালী থেকে সাধারণ মানুষ— পুলিশকর্মীদের উপরে চড়াও হতে পিছপা হচ্ছেন না কেউই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০১:২৩
Share: Save:

কর্তব্য পালন করতে গিয়ে পথেঘাটে পুলিশের নিগৃহীত হওয়ার ঘটনা এখন আর নতুন নয়। সমাজের প্রভাবশালী থেকে সাধারণ মানুষ— পুলিশকর্মীদের উপরে চড়াও হতে পিছপা হচ্ছেন না কেউই। যার সাম্প্রতিকতম উদাহরণের সাক্ষী হল সল্টলেক। এ ক্ষেত্রে অভিযোগ উঠেছে অ্যাপ-নির্ভর এক ক্যাবের চালকের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ওই ঘটনা ঘটেছে সল্টলেকের তথ্যপ্রযুক্তি শিল্পতালুক পাঁচ নম্বর সেক্টরে। পুলিশকর্মীকে মারধরের অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবার গাড়ি চালাতেন। তাঁকে ঘটনাস্থল থেকে সেই রাতেই গ্রেফতার করা হয়েছে।

পাঁচ নম্বর সেক্টরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে, ধৃত চালকের নাম যতীন কর্মকার। তিনি বেলেঘাটা এলাকার বাসিন্দা। পুলিশের তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, শুক্রবার রাতে নিকো পার্কের সামনে ওই গাড়িটি নিয়ে
ভুল রাস্তায় ঢুকে পড়েছিলেন চালক যতীন। সেই সময়ে ওই এলাকায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ তাঁকে আটকান। এর পরে ওই চালকের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু ওই চালক মুখের
উপরেই কাগজপত্র দেখাতে অস্বীকার করেন এবং উল্টে ওই ট্র্যাফিক পুলিশকর্মীর উপরেই চড়াও হন বলে অভিযোগ। প্রথমে তাঁদের মধ্যে বচসা বেধে যায়। তার পরে উত্তেজিত চালক গাড়ি থেকে নেমে ওই
ট্র্যাফিক পুলিশকর্মীকে মারধর করেন বলে অভিযোগ।

খবর পেয়ে এর পরে থানা থেকে অন্য পুলিশকর্মীরাও চলে আসেন। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত ক্যাব-চালককে। উল্লেখ্য, দিন কয়েক আগে বাগুইআটি মোড়েও একই ধরনের আর একটি ঘটনা ঘটেছিল। সে ক্ষেত্রে অবশ্য অভিযোগ উঠেছিল এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। তিনিও ভুল জায়গায় গাড়ি রেখেছিলেন। ট্র্যাফিক পুলিশ তাঁকে বারণ করায় ওই ট্যাক্সিচালক তাঁদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে অবশ্য অভিযুক্ত ওই ট্যাক্সিচালককে বাগুইআটি থানা গ্রেফতার করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE