Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ওয়েবসাইট না-খোলায় ভোগান্তিতে পরীক্ষার্থীরা

সিবিএসই জানিয়েছিল, এ দিন দ্বাদশ শ্রেণির ফল বেরোবে। বেলা দশটার পর থেকেই ওয়েবসাইট খুলে অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অনেকেই রেজাল্ট দেখতে পাননি। বারবার রোল নম্বর লিখেও লাভ হচ্ছিল না। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০১:৫৪
Share: Save:

কম্পিউটারের সামনে হাপিত্যেশ করে বসে থাকাই সার। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সন্ধ্যার আগে সিবিএসই বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দ্বাদশ শ্রেণির ফল জানতে পারলেন না বহু পরীক্ষার্থী। রবিবার এ ভাবেই চরম ভোগান্তির শিকার হলেন কলকাতার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা। উৎকণ্ঠায় কাটল গোটা দিন। তবে সন্ধ্যার পরে অনেকেই ফল জানতে পেরেছেন বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

সিবিএসই জানিয়েছিল, এ দিন দ্বাদশ শ্রেণির ফল বেরোবে। বেলা দশটার পর থেকেই ওয়েবসাইট খুলে অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অনেকেই রেজাল্ট দেখতে পাননি। বারবার রোল নম্বর লিখেও লাভ হচ্ছিল না। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিনব ভারতী স্কুলের অধ্যক্ষা শ্রাবণী সামন্ত বলেন, ‘‘যে সমস্ত পড়ুয়া দ্বাদশ শ্রেণিতে বিষয় পরিবর্তন করেছিলেন, তাঁদের রেজাল্ট ওয়েবসাইটে দেখায়নি।’’ সাউথ পয়েন্টের কর্তৃপক্ষ জানান, সন্ধ্যা পর্যন্ত বহু পড়ুয়া তাঁদের রেজাল্ট দেখতে পারেননি। পড়ুয়াদের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায়, তার জন্য সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়। পাশাপাশি পড়ুয়াদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন স্কুল কর্তৃপক্ষ। তাঁরা জানান, সন্ধ্যার পরে প্রত্যেকেই রেজাল্ট দেখতে পেয়েছেন।

পড়ুয়াদের ভোগান্তিতে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এ সব ক্ষেত্রে কেন্দ্রের আরও যত্নবান হওয়া উচিত। রাজ্যে এই সমস্ত পরীক্ষার ফল প্রকাশের আগে সরকার যথেষ্ট সতর্ক থাকে। পড়ুয়ারা যাতে এমন ভোগান্তির শিকার না হন, তা খেয়াল রাখা হয়। প্রযুক্তির গোলমাল হতেই পারে, তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এ ক্ষেত্রে যে পরিকল্পনার অভাব রয়েছে, তা স্পষ্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Website CBSE Results Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE