Advertisement
২৬ এপ্রিল ২০২৪

র‌্যাগিংয়ের তদন্ত নিয়ে ফের চাপ ইউজিসি-র

সূত্রের খবর, নিগৃহীত ছাত্রের মা যে সব তথ্য ইউজিসি-কে পাঠিয়েছিলেন, সোমবার বিশ্ববিদ্যালয়কে সেগুলি পাঠিয়ে দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিল ইউজিসি। প্রসঙ্গত আজ, মঙ্গলবার র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০১:০০
Share: Save:

র‌্যাগিং-কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপরে চাপ বজায় রাখল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত শনিবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইউজিসি জানিয়েছিল, তদন্তে তারা সন্তুষ্ট নয়। কর্তৃপক্ষকে ফের তদন্তের নির্দেশ দিয়েছিল তারা। সেখানেই অবশ্য থেমে থাকেনি ইউজিসি। সূত্রের খবর, নিগৃহীত ছাত্রের মা যে সব তথ্য ইউজিসি-কে পাঠিয়েছিলেন, সোমবার বিশ্ববিদ্যালয়কে সেগুলি পাঠিয়ে দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিল ইউজিসি। প্রসঙ্গত আজ, মঙ্গলবার র‌্যাগিং-বিরোধী কমিটির বৈঠক।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আইন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র অভিযোগ করেছিলেন, গত ৭ ডিসেম্বর নিউ ল’কলেজ হস্টেলে তাঁকে র‌্যাগিং করেন উঁচু ক্লাসের পড়ুয়ারা। পাশাপাশি, যৌন হেনস্থারও অভিযোগ করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, তাঁকে লাঠি দিয়ে মারধর করে একটি ঘরে আটকে রাখার অভিযোগও উঠেছিল অভিযুক্তদের বিরুদ্ধে। মাথা ফেটে গিয়েছিল তাঁর। পরে তাঁরা দাদাকে খবর পাঠালে ভোরবেলা পুলিশ গিয়ে ওই নিগৃহীত ছাত্রকে উদ্ধার করে।

এর পরে তিনি ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। পরে পুলিশেও অভিযোগ করেছিলেন তিনি। তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং-বিরোধী সেল একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছিল। তদন্তের পরে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, র‌্যাগিং-বিরোধী কমিটি তদন্তে করে দেখেছে, এ রকম কোনও ঘটনাই ঘটেনি। এমনকী, গত ৮ ডিসেম্বর থানায় ওই ছাত্র জানিয়েছিলেন, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তাঁর। সেই তথ্যও তুলে ধরা হয়। যদিও পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার। কিন্তু ইউজিসি খতিয়ে দেখে ফের তদন্তের নির্দেশ দেয়। এ দিন সমস্ত তথ্য দিয়ে ফের চাপে রাখল ইউজিসি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও অবশ্য নিরপেক্ষ তদন্তের উপরেই জোর দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE