Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ছাত্রীকে নির্যাতনের অভিযোগে উত্তাল স্কুল

মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে স্কুল। সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০১:০৭
Share: Save:

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন এবং হেনস্থা করার অভিযোগে মঙ্গলবার তুলকালাম ঘটল বারাসত থানার হৃদয়পুরের সরকার পোষিত একটি প্রাথমিক স্কুলে। তাঁদের হাতে ওই শিক্ষককে ছেড়ে দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরিস্থতি সামলাতে নামাতে হয় র‌্যাফও। কোনও মতে পুলিশ সুকণ্ঠ মণ্ডল নামে ওই শিক্ষককে স্কুল থেকে উদ্ধার করে। বালিকার শ্লীলতাহানির অভিযোগে মধ্য প়ঞ্চাশের ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৯ বছরের এক ছাত্রী তার অভিভাবকদের কাছে জানায়, প্রায়ই আলাদা করে ডেকে নিয়ে গিয়ে আদর করার নামে শারীরিক নিগ্রহ করতেন ওই অভিযুক্ত শিক্ষক। মেয়েটির পরিবারের পক্ষ থেকে সোমবার অভিযোগ জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা এ দিন জানিয়েছেন, স্কুলের পক্ষ থেকে বিষয়টি জেলা শিক্ষা অধিকর্তাকেও জানানো হয়েছে।

মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে স্কুল। সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে বারাসত থানায় খবর দেয় স্কুল। এর পরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।

এর মধ্যেই অভিযুক্ত শিক্ষকের স্ত্রী স্কুলে এসে স্বামীর পক্ষে সওয়াল করেন। তা নিয়ে পরিস্থিতি আরও ঘোরালো হয়। সামাল দিতে নামানো হয় র‌্যাফ। এর পরেই সুকণ্ঠ মণ্ডল নামে ওই অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

molestation Primary School Unrest Hridaypur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE