Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অসহিষ্ণুতা! বন্ধ করা হল উড়ালপুর দুর্ঘটনা নিয়ে ভিডিও প্রদর্শনী

অসহিষ্ণুতার এক নয়া নজির গড়ল তৃণমূল সরকার। বন্ধ করে দেওয়া হল শিল্পি সনাতন দিন্দার বিবেকান্দ উড়ালপুল দুর্ঘটনা নিয়ে করা একটি ছোট ভিডিও প্রদর্শনী। এমএফ হুসেনের জন্মশতবার্ষিকীতে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৭:৩৬
Share: Save:

অসহিষ্ণুতার এক নয়া নজির গড়ল তৃণমূল সরকার। বন্ধ করে দেওয়া হল শিল্পি সনাতন দিন্দার বিবেকান্দ উড়ালপুল দুর্ঘটনা নিয়ে করা একটি ছোট ভিডিও প্রদর্শনী। এমএফ হুসেনের জন্মশতবার্ষিকীতে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে প্রর্দশনী এবং সেমিনার। এসেছেন দেশ-বিদেশের বহু খ্যাতনামা অতিথি। সেখানেই বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিকেল পাঁচটা থেকে আটটা অবধি দেখানো হচ্ছিল সনাতন দিন্দার সাত মিনিটের ভিডিওটি। মঙ্গলবার হঠাত্ করেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। ওই ভিডিও বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে পুলিশের তরফে জানানো হয় অ্যাকাডেমির গ্রুপ ডি কর্মচারীদের তৃণমূল কংগ্রেস প্রভাবিত ইউনিয়নের অভিযোগের ভিত্তিতেই নাকি বন্ধ করা হচ্ছে এই ভিডিওর প্রদর্শনী। যদিও সেখানে উপস্থিত অন্য শিল্পীদের সঙ্গে টানা ৯০ মিনিট তর্কবিতর্ক চলে পুলিশের। ঘণ্টা দেড়েক পর, তাঁরা পুলিশকে বোঝাতে সমর্থ্য হন এই ভিডিওতে সরকার বিরোধী কোনও খবরই নেই।

আরও পড়ুন-কে বলল এ শহর শুধু সেলফিতেই মজে? হৃদয়টা আবার চেনালো ভাঙা উড়ালপুল

আর এতেই বেজায় খেপেছেন সনাতন দিন্দা। বলেছেন ‘‘পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এমারজেন্সির সময়ের থেকেও ভয়ঙ্কর।’’ এমনিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে এ বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন এই শিল্পী। তিনি বলেছেন ‘‘অন্যায় হলে নিজের মায়ের বিরোধিতা করতেও পিছ পা হবো না।’’। নিজের ফেসবুক প্রোফাইলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন ‘‘সরকারের মদত ছাড়া এ জিনিস হয় না।’’ ইউনিয়নের লোকজন তাঁর হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন দিন্দা। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sanatan dinda vivekananda flyover collapse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE