Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের পরিকল্পনা মোনোরেলের, এ বার অন্য রুটে

বাম আমলের পরিকল্পনা ছিল, বজবজ থেকে তারাতলা হয়ে মোনোরেল চলবে রাজারহাট পর্যন্ত। কিন্তু সেই প্রকল্প আর দিনের আলো দেখেনি। এ বার ফের কলকাতায় মোনোরেল চালানোর পরিকল্পনা নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে রুট কিছুটা আলাদা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৭
Share: Save:

বাম আমলের পরিকল্পনা ছিল, বজবজ থেকে তারাতলা হয়ে মোনোরেল চলবে রাজারহাট পর্যন্ত। কিন্তু সেই প্রকল্প আর দিনের আলো দেখেনি। এ বার ফের কলকাতায় মোনোরেল চালানোর পরিকল্পনা নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে রুট কিছুটা আলাদা। বজবজ থেকে তারাতলা হয়ে নিউ আলিপুর ও প্রিন্স আনোয়ার শাহ রোড ছুঁয়ে ট্রেন পৌঁছবে বাইপাসের রুবির কাছে। সেখানে মিশবে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথে। নতুন পরিকল্পনা এমনই।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোনোরেল তৈরি করতে ৪২১৬ কোটি টাকা লাগবে। অর্থ ও পরিকাঠামো বার্ন স্ট্যান্ডার্ড দেবে। জমি দেবে রাজ্য সরকার। পরিবহণ দফতর ও বার্ন স্ট্যান্ডার্ড এ সংক্রান্ত চুক্তি করবে।’’ তবে যৌথ প্রকল্পে ওই মোনোরেল তৈরি হবে কি না, এখনও তা স্পষ্ট নয়। নবান্ন সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্ন স্ট্যান্ডার্ড কলকাতায় মোনোরেল তৈরি করতে আগ্রহ দেখিয়ে রাজ্য সরকারের সাহায্য চায়। প্রকল্পের যাবতীয় অর্থ তারাই বহন করবে, এ কথা জেনে রাজ্য সরকার বার্ন স্ট্যান্ডার্ডের আর্জিতে সাড়া দেয়।

প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘বার্ন স্ট্যান্ডার্ড যদি নিজেদের খরচে রাজ্যের মানুষকে মোনোরেলে চড়ার সুযোগ করে দেয়, তাতে আপত্তির কী আছে?’’ ওই কর্তা বলেন, মোনোরেল স্তম্ভের উপরে পাতা লাইন ধরে চলে। এর জন্য খুব বেশি জমির প্রয়োজন নেই। তবে ডিপো করতে যেটুকু জমি দরকার, সেটা বার্ন স্ট্যান্ডার্ডই জোগাড় করে নেবে। বজবজ ও মহেশতলায় কাজ করছে, এমন একাধিক আবাসন সংস্থার সঙ্গে ইতিমধ্যেই তারা কথাবার্তা শুরু করেছে।

মূলত, পূর্ব কলকাতার শহরতলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে এই প্রকল্পের পরিকল্পনা করেছে বার্ন স্ট্যান্ডার্ড। পরিবহণ দফতরের এক কর্তা জানান, মোনোরেল তারাতলায় মিশবে জোকা-বিবাদী বাগ মেট্রোর সঙ্গে। নিউ আলিপুরের টালিগঞ্জ ফাঁড়িতে মিশবে নিউ গড়িয়া-দমদম মেট্রো পথে এবং নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলে মিশবে রুবির কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Government Memorial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE