Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দেড় বছরের ছেলেকে ‘খুন’, গ্রেফতার মা

প্রথমে রবিরার রাতে যশ সর্দার নামে ওই শিশুটি নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেন তার বাবা-মা। সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়েরা থানায় খবর দেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ০১:৫৪
Share: Save:

নিজের দেড় বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন এবং তার দেহ পুকুরে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগে মাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে মহেশতলা থানার মহাদেবপুরের হরিতলা রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তিয়াস সর্দার।

পুলিশ জানায়, প্রথমে রবিরার রাতে যশ সর্দার নামে ওই শিশুটি নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেন তার বাবা-মা। সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়েরা থানায় খবর দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে সৈকত সর্দারের সঙ্গে তিয়াসের বিয়ে হয়েছিল। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। বজবজ ট্রাঙ্ক রোডে সৈকতের একটি ভাত-রুটির হোটেল রয়েছে। ফলে অধিকাংশ দিনই তিনি রাতে বাড়ি ফিরতেন না। অভিযোগ, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ তিয়াস তাঁর স্বামীকে ফোন করে জানান, তাঁদের ছেলে চুরি হয়ে গিয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাত দেড়টা নাগাদ তিয়াস ও সৈকত থানায় এসে শিশু চুরি হওয়ার অভিযোগও দায়ের করেন। তখন তিয়াস পুলিশকে জানান, রাত ১২টা নাগাদ মিনিট পনেরোর জন্য শৌচাগারে যান তিনি। ঘরে ফিরে এসে দেখেন বিছানায় শিশুটি নেই। বাড়ির আশপাশে খোঁজাখুজিও করেন। কিন্তু ছেলের হদিস পাননি।

সকালে শিশুটির দেহ উদ্ধারের পরে স্থানীয় বাসিন্দারা ছেলের মৃত্যুর ঘটনায় মায়ের হাত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিয়াসকে দফায় দফায় জেরা করা হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘‘জেরায় নিজের ছেলেকে খুনের ঘটনা স্বীকার করেছেন ওই মহিলা।’’

তদন্তকারীদের দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তিয়াসের। সম্প্রতি সেই ছেলেটিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু বাচ্চা থাকলে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন ওই যুবক। তদন্তকারীদের দাবি, এর পরেই ওই মহিলা ছেলেকে খুন করার পরিকল্পনা করেন বলে জেরায় স্বীকার করেছেন।

পুলিশি জেরায় তিয়াস জানিয়েছেন, তিনি ছেলের গলা টিপে শ্বাসরোধ করে খুন করার পরে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ফেলে দেন দেহটি। বাড়িতে ফিরে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে চিৎকার শুরু করেন।

মৃত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে তিয়াসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যশের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE