Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভুয়ো লালবাতির গাড়ি ধাক্কা দিল মন্ত্রীর গাড়িতে

লালবাতি ও পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে খোদ মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগে ধরা পড়ল এক যুবক। তার পরেই জানা গেল, ওই লালবাতি, স্টিকার— সবই ভুয়ো। এমনকী ওই যুবকের বিরুদ্ধে পুলিশ সেজে একাধিক অপরাধের অভিযোগও রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৪
Share: Save:

লালবাতি ও পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে খোদ মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগে ধরা পড়ল এক যুবক। তার পরেই জানা গেল, ওই লালবাতি, স্টিকার— সবই ভুয়ো। এমনকী ওই যুবকের বিরুদ্ধে পুলিশ সেজে একাধিক অপরাধের অভিযোগও রয়েছে। শনিবার, সাঁতরাগাছি সেতুর কাছে কোনা এক্সপ্রেসওয়ের ঘটনা। বাজেয়াপ্ত হয়েছে গাড়িটি। পুলিশ জানায়, ধৃত নাসিম মিদ্দের কাছে মেলে খেলনা পিস্তলও।

পুলিশ জানায়, বিকেল ৩টে নাগাদ একটি সভায় যাচ্ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূলের (শহর) সভাপতি অরূপ রায়। গাড়িতে ছিলেন তাঁর দেহরক্ষী ও চালক। সামনে পাইলট কার। মন্ত্রী জানান, সাঁতরাগাছি সেতুর কাছে পিছন থেকে লাল বাতি লাগানো ওই গাড়িটি তাঁর গাড়িতে ধাক্কা মারে। কেউ আহত না হলেও গাড়িটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রী বলেন, ‘‘ধাক্কা লাগার পরেই রক্ষী ও পাইলট কারের পুলিশকর্মীরা গিয়ে যুবককে আটক করেন। গাড়িটির পিছনে ও সামনে আলাদা আলাদা নম্বর দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি করে ওই যুবকের কাছে একটি খেলনা পিস্তল মেলে।’’

পুলিশের নকল গাড়ি নিয়ে অস্ত্র-সহ এক যুবক মন্ত্রীর গাড়িতে ধাক্কা মেরেছে বলে খবর ছড়াতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওই গাড়ি ও মন্ত্রীকে ঘিরে ভিড় জমে যায়। পুলিশ নাসিমকে ধরলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এক পুলিশকর্তা বলেন, ‘‘এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fake Police Car Young Man
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE