Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জমি নির্বাচন

পার্থপ্রতিম আচার্য
জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০০:০০
Share: Save:

যেকোনও ধরনের নির্মাণ কাজ শুরু করার প্রথম ধাপ হল জমি নির্বাচন বা বাছাই। এই জমি বা ভূখন্ড বাছাইয়ের কাজটি খুব গুরুত্ব সহকারে করতে হবে। কারণ ‘মূল’ যদি ঠিক না থাকে তবে ‘কাণ্ড’ বা ‘শাখা-প্রশাখা’ দোষযুক্ত হয়ে পড়ে।

দেখে নেওয়া যাক বিভিন্ন দিকে ভূমি উঁচু থাকার শুভাশুভঃ--

১ পূর্ব দিকে ভূমি উঁচু থাকলে সন্তানহানি।

২। আগ্নেয় দিকে উঁচু থাকলে ধনলাভ।

৩। দক্ষিণ দিকে উঁচু থাকলে সেই ভূমি রোগ সৃষ্টিকারী।

৪। নৈঋত দিকে ভূমি উঁচু থাকলে সন্তানলাভ।

৫। বায়ব্য দিকে উঁচু হলে ধননাশ।

৬। উত্তর দিকে উঁচু হলে সেই ভূমি রোগ সৃষ্টিকারী।

৭। ঈশান দিকে ভূমি উঁচু হলে তা হবে ক্লেশ সৃষ্টিকারী ও অমঙ্গলকারক।

৮। পশ্চিম দিকে ভূমি উঁচু হলে তা সুখদায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE