Advertisement
২৪ এপ্রিল ২০২৪

খেলার টুকরো খবর

হাওড়ার শ্যামপুরে সংহতি ক্লাবের উদ্যোগে আয়োজিত নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল পাঁচলা পানিয়াড়া ইয়ং বেঙ্গল। গত ৮ ফেব্রুয়ারি জেলার আটটি দলকে নিয়ে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৬
Share: Save:

চ্যাম্পিয়ন পানিয়াড়া ইয়ং বেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাওড়ার শ্যামপুরে সংহতি ক্লাবের উদ্যোগে আয়োজিত নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল পাঁচলা পানিয়াড়া ইয়ং বেঙ্গল। গত ৮ ফেব্রুয়ারি জেলার আটটি দলকে নিয়ে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। উপস্থিত ছিলেন সাংসদ সুলতান আহমেদ, বিধায়ক কালীপদ মণ্ডল প্রমুখ। ফাইনালে ওঠে পাঁচলা পানিয়াড়া ইয়ং বেঙ্গল এবং উলুবেড়িয়া নিমদিঘি স্পোটিং ক্লাব। ১৫ ফেব্রুয়ারি, রবিবার শ্যামপুর হাইস্কুল মাঠে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উলবেড়িয়া নিমদিঘি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দেয় পানিয়াড়া ইয়ং বেঙ্গল। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান নিমদিঘি স্পোর্টিংয়ের জ্যাকসন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন পানিয়াড়া ইয়ং বেঙ্গলের ইমরান খান। সর্বোচ্চ গোলদাতা পানিয়াড়ার শেখ কুতুব এবং সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ওই দলেরই প্রলয় দত্ত। ফাইনালে রেফারি ছিলেন গৌতম সেন।

ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাওড়ার উদয়নারায়ণপুরের সোনাতলা পল্লিমঙ্গল সমিতির মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হল সোনাতলা আল আমিন (প্রাথমিক স্তর) মডেল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা। ৫০ ও ৭৫ মিটার দৌড়, আলু দৌড়, বল দিয়ে উইকেট ভাঙা, মিউজিক্যাল চেয়ার-সহ ১৯টি ইভেন্টে অংশগ্রহণ করেছিল ৭০ জন ছাত্রছাত্রী। প্রতিযোগিতার শেষে সব ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতার শেষে এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনার সরঞ্জাম দেওয়া হয়।

মহিলা ফুটবলে জয়ী শক্তি সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া

ম্যাচের একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র।

স্বামী বিবেকানন্দের ১৫৩ তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার পুরশুড়ার মসিনান শক্তি সঙ্ঘের উদ্যোগে দু’ দলের মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। সোদপুর বাজার সংলগ্ন মসিনান ফুটবল ময়দানে ওই খেলায় শক্তি সঙ্ঘ ৭-৫ গোলে কলকাতার বেঙ্গল একাদশকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শক্তি সঙ্ঘের লিপিকা আদক। সর্বোচ্চ গোলদাতাও ওই দলের শিল্পি খাঁ। ফুটবল প্রতিযোগিতা ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE