Advertisement
২৩ এপ্রিল ২০২৪

যুবককে খুনের অভিযোগে গ্রেফতার সঙ্গী

সোমবার দুপুরে হরিপালের বন্দিপুরের চিত্রশালী গ্রামের যুবক দিলীপ পাত্রের মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তার ধারে। ওই যুবককে খুন করা হয়েছে বলে থানায় এফআইআর করলেন তাঁর বাড়ির লোক। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম শেখ নাজিরুল। তাঁর বাড়ি স্থানীয় আখপাড়া এলাকায়য়।

নিজস্ব সংবাদদাতা
হরিপাল শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৪ ০১:৩৪
Share: Save:

সোমবার দুপুরে হরিপালের বন্দিপুরের চিত্রশালী গ্রামের যুবক দিলীপ পাত্রের মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তার ধারে। ওই যুবককে খুন করা হয়েছে বলে থানায় এফআইআর করলেন তাঁর বাড়ির লোক। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম শেখ নাজিরুল। তাঁর বাড়ি স্থানীয় আখপাড়া এলাকায়য়।

পুলিশ জানায়, নাজিরুল এবং দিলীপ দু’জনেই ভিন্ রাজ্যে গয়নার কাজ করতেন। তাঁদের মদ্যে বন্ধুত্ব ছিল। দু’জনেই সম্প্রতি বাড়িতে ফেরেন। পুলিশকে মৃতের বাড়ির লোকজন জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নাজিরুল বাড়িতে এসে দিলীপকে ডেকে নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পরে ডিঙেভাঙা এলাকায় নির্জন কালীমন্দির চত্বরে রাস্তার ধারে তাঁর দেহ মেলে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। নাকে-মুখে রক্ত জমাট বেধে ছিল। খুনের অভিযোগ তুলে গ্রামবাসীরা দেহ আটকে বিক্ষোভ দেখায়। দেহ উদ্ধার করতে বেলা গড়িয়ে যায় পুলিশের। রাতেই মৃতের কাকিমা অপর্না পাত্র নাজিরুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন হরিপাল থানায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে মৃতদেহের ময়না-তদন্ত করা হয়। ধৃত যুবককে এ দিন চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিন পুলিশ হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ধৃত যুবক পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনায় দিলীপের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, দিলীপ মোটরবাইক চালাচ্ছিলেন। তিনি বসেছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনে ছিটকে পড়েন। তখন একটি বাইক দিলীপকে ধাক্কা মেরে পালায়। তাতেই তাঁর মৃত্যু হয়। ওই দাবির সত্যাসত্য পুলিশ তদন্ত করে দেখছে। তদন্তকারী এক পুলিশ অফিসার বলেন, “অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে ময়না-তদন্তের রিপোর্ট পেলেই তা পরিস্কার হবে। সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে।”

পড়ে মৃত্যু প্রৌঢ়ের। সাউথ সিটির তেইশ তলা থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে আবাসনের তিন নম্বর টাওয়ারের ঘটনা। মৃতের নাম সৌমেন চৌধুরী (৪৯)। পুলিশ জানায়, ২০১০ থেকে ২৪ তলার বাসিন্দা অপূর্বকুমার চট্টোপাধ্যায়ের গাড়ি চালাতেন সৌমেন। রোজের মতো এ দিনও তিনি কাজে আসেন। পরে কিছু পড়ার শব্দ পেয়ে বাসিন্দারা বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সৌমেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। এক রক্ষী জানান, অবিবাহিত সৌমেনবাবু গল্ফগ্রিনে একাই ভাড়া থাকতেন। তাঁর ভাই-বোনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal murder case arrested haripal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE