Advertisement
২০ এপ্রিল ২০২৪

শ্রীরামপুরে যুবক নিখোঁজ, গ্রেফতার

কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে শুক্রবার থেকে নিখোঁজ শ্রীরামপুরের এক যুবক। সুরজিৎ দে নামে ওই যুবকের পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পিছনে শহরেরই এক যুবকের হাত রয়েছে। অভিযোগের ভিত্তিতে চাতরার বাসিন্দা রবীন্দ্রনাথ মাজি নামে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে রবিবার আদালতে হাজির করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সুরজিৎ দে।

সুরজিৎ দে।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০১:২১
Share: Save:

কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে শুক্রবার থেকে নিখোঁজ শ্রীরামপুরের এক যুবক। সুরজিৎ দে নামে ওই যুবকের পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পিছনে শহরেরই এক যুবকের হাত রয়েছে। অভিযোগের ভিত্তিতে চাতরার বাসিন্দা রবীন্দ্রনাথ মাজি নামে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে রবিবার আদালতে হাজির করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জানায়, নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে। শ্রীরামপুর স্টেশন সংলগ্ন সাইকেল গ্যারাজ থেকে তাঁর সাইকেল মিলেছে। সুরজিতের নিখোঁজ হওয়ার পিছনে তাঁর হাত নেই বলে দাবি করেছেন ধৃত। বছর চব্বিশের সুরজিৎ শ্রীরামপুরের কাশী ডাক্তার লেনে বাবা-মা ও দাদার সঙ্গে থাকেন। এ বারেই বি কম তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছেন। তাঁর পরিবার সূত্রে খবর, সুরজিৎ গত বছর অগস্টে চন্দননগরের খলিসানি-২ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি পান বলে তাঁদের জানিয়েছিলেন। প্রতিদিন সকাল ১০টা নাগাদ বেরিয়ে যেতেন। দুপুর ২টো নাগাদ ফিরতেন। শুক্রবার সকাল ৯টা নাগাদ সুরজিৎ বেরোন। বাড়িতে বলে যান, বকেয়া বেতন সংক্রান্ত কাজে চুঁচুড়ার ট্রেজারি অফিসে যাবেন। স্কুল করে ফিরবেন। কিন্তু বিকেলের পরেও না ফেরায় চিন্তায় পড়ে যান তাঁর পরিবারের লোকেরা। মোবাইলেও সুরজিতের সঙ্গে তাঁরা যোগাযোগ করে উঠতে পারেননি। ওই দিন থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ।

সুরজিতের বাড়ির লোকজন জানান, রবির মাধ্যমেই স্কুলের চাকরি মেলে বলে সুরজিৎ তাঁদের জানিয়েছিলেন। চাকরি পাওয়ার জন্য রবিকে সে প্রায় ৮০ হাজার টাকাও দিয়েছিলেন। সুরজিৎ নিখোঁজ হওয়ার পরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে খবর নিয়ে তাঁরা জানতে পারেন, গত বছরের জানুয়ারি মাস থেকে জেলায় শিক্ষক নিয়োগ হয়নি। ওই স্কুলও জানায়, ওই যুবক সেখানে শিক্ষক হিসেবে নিযুক্ত নন। এর পরেই সুরজিতের বাবা কৃষ্ণচন্দ্রবাবু থানায় অভিযোগ দায়ের করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE