Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ত্রাণ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

শনিবার মোহনবাটিতে খিচুড়ি বিলি করছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা সুলেখা মাইতি। বেলা ১টা নাগাদ পঞ্চায়েতের উপপ্রধান প্রমীলা সর্দার কয়েকজন মহিলাকে নিয়ে সেখানে যান। অভিযোগ তোলেন, দল দেখে ত্রাণ দেওয়া হচ্ছে। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ০১:৩৫
Share: Save:

তারকেশ্বর রইল তারকেশ্বরেই!

শুক্রবার ত্রাণ নিয়ে সিপিএম-তৃণমূল কাজিয়ায় তেতে ওঠে তারকেশ্বরের মোহনবাটি এলাকা এলাকা। শনিবার ত্রাণ বিলি নিয়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের মাথাচাড়া দিল। প্রকাশ্যে বিবাদে জড়ালেন দলের দুই নেত্রী।

শনিবার মোহনবাটিতে খিচুড়ি বিলি করছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা সুলেখা মাইতি। বেলা ১টা নাগাদ পঞ্চায়েতের উপপ্রধান প্রমীলা সর্দার কয়েকজন মহিলাকে নিয়ে সেখানে যান। অভিযোগ তোলেন, দল দেখে ত্রাণ দেওয়া হচ্ছে। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হুলুস্থুল বাধে। বেগতিক বুঝে পুলিশ হস্তক্ষেপ করে। শেষে প্রমীলাদেবীর সঙ্গে আসা মহিলারা খিচুড়ি না নিয়েই ফিরে যান।

স্থানীয় রাজনীতিতে সুলেখাদেবী তারকেশ্বরের উপ-পুরপ্রধান উত্তমবাবুর অনুগামী বলে পরিচিত। আর প্রমীলা পুরপ্রধান‌ স্বপন‌ সামন্তের ঘনিষ্ঠ। প্রমীলাদেবী বলেন, ‘‘খাবার নিয়েও রাজনীতি হচ্ছে। একটা বিশেষ গোষ্ঠীর লোকেদের তা দেওয়া হচ্ছে।’’ সুলেখার কথায়, ‘‘এত দিন ওঁর (প্রতিমাদেবী) দেখা মেলেনি। জল নামছে বলে বেরিয়ে এসেছেন।’’

এ দিকে, এলাকায় তৃণমূলের ‘সন্ত্রাস অব্যাহত’ বলে সিপিএমের অভিযোগ। শুক্রবার সিপিএমের তরফে বন্যার্তদের খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। অভিযোগ, তৃণমূলের লোকেরা সেখানে হামলা চালায়। দু’পক্ষের মধ্যে গোলমাল হয়। উত্তমবাবু এবং পঞ্চায়েত প্রধান বনমালী দে প্রহৃত হন। গ্রামবাসীরা পঞ্চায়েতের সামনেও বিক্ষোভ দেখান। ‘বদলা নিতে’ সিপিএমের নেতা-কর্মীদের মারধর, ঘর ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। তৃণমূলের তরফে থানায় এফআইআর করা হয়। পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে বিশ্বন‌াথ সাঁতরা নামে এক গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে চন্দননগর আদালতে তোলা হ‌লে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন বিচারক।

সিপিএম সূত্রের খবর, বিশ্বনাথবাবু দলের স্থানীয় অঞ্চল কৃষক সমিতির সম্পাদক। তারকেশ্বরের সিপিএম নেতা স্নেহাশিস রায়ের অভিযোগ, ‘‘উনি ত্রাণশিবির পরিচালনা করছিলেন। সেই জন্য তৃণমূলের নির্দেশে পুলিশ ওঁকে গ্রেফতার করল।’’ স্নেহাশিসবাবুর অভিযোগ, দলের কর্মী-সমর্থকদের বাড়িতে হুমকি দিচ্ছে তৃণমূলের লোকেরা। দলের তারকেশ্বর জোনাল কমিটির সম্পাদক মুকুল রায় এবং তাঁর পরিবারের লোকজন ঘরছাড়া হয়েছেন। নছিপুরে এক খেতমজুরের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এক মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ উড়িয়ে পুরপ্রধান, তৃণমূল নেতা স্বপনবাবুর প্রতিক্রিয়া, ‘‘সিপিএম মিথ্যা বলছে।’’ বিকেলে এলাকায় স্বপনবাবুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। বৃহস্পতিবার স্বপনবাবু নিজেও কেশবচকে গ্রামবাসীদের রোষের মুখে পড়েছিলেন।

শুক্রবার রাতে চালবোঝাই একটি ট্রাক পুড়শুড়া বিডিও অফিসের কাছে আরামবাগ-তারকেশ্বর রোডের ধারে উল্টে যায়। সূত্রের খবর, ট্রাকটি আরামবাগ থেকে ডোমজুড়ের বাঁকড়ায় যাচ্ছিল। শনিবার দুপুরে ট্রাক থেকে চাল লুঠ হয়ে যায় বলে অভিযোগ। চাল ব্যবসায়ী অরুণ দত্ত বলেন, ‘‘সড়ক দিয়ে জল বইছিল। রাস্তা বুঝতে না পেরে ট্রাকটি উল্টে যায়। পুলিশ জানায়, জল না নামলে কিছু করা যাবে না। ২১০ বস্তা চাল ছিল। পুরোটাই লুঠ হয়ে গিয়েছে।’’

জাঙ্গিপাড়ার রশিদপুর এবং রাজবলহাট ১ পঞ্চায়েতে প্রশাসনের তরফে তিনটি ত্রাণশিবির খোলা হয়েছে। এই ব্লকে বন্যায় প্রচুর কাঁচাবাড়ি ভেঙেছে। প্রায় সাড়ে তিন হাজার মানুষ ত্রাণ শিবিরে
আশ্রয় নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE