Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

মাস খানেক আগে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় আমিনা। অষ্টম শ্রেণির ছাত্রী সে। কিন্তু তার কোনও খোঁজ পাচ্ছে না পরিবার। বাবা কালামউদ্দিন মেয়ের নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেছেন চুঁচুড়া থানায়। কিন্তু পরিবারের অভিযোগ, জেলা সদর চুঁচুড়া থানার পুলিশেরও কোনও হেলদেল নেই ছাত্রীটিকে খোঁজার প্রশ্নে।

নিখোঁজ আমিনা।

নিখোঁজ আমিনা।

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০১:০০
Share: Save:

এক মাস ধরে নিখোঁজ মেয়ে, অসহায় বাবা আদালতে

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

মাস খানেক আগে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় আমিনা। অষ্টম শ্রেণির ছাত্রী সে। কিন্তু তার কোনও খোঁজ পাচ্ছে না পরিবার। বাবা কালামউদ্দিন মেয়ের নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেছেন চুঁচুড়া থানায়। কিন্তু পরিবারের অভিযোগ, জেলা সদর চুঁচুড়া থানার পুলিশেরও কোনও হেলদেল নেই ছাত্রীটিকে খোঁজার প্রশ্নে। শেষ পর্যন্ত মেয়েটির কিনারা পেতে কলকাতা উচ্চ আদালতে আবেদনের উদ্যোগ নিচ্ছে পরিবার। বস্তুত হুগলির নানা এলাকা থেকে নিখোঁজ কয়েকটি অল্প বয়সী মেয়েকে গত কয়েক বছরে পুলিশ উদ্ধার করেছে বিহারের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বিহারের নানা গ্রামীণ এলাকায় ওইসব মেয়েদের এ রাজ্য থেকে নিয়ে গিয়ে নাচের দলে রেখে দেয় দালালরা। তাঁদের নানা অনুষ্ঠান বাড়িতে মোটা অর্থের বিনিয়মে চটুল গানের সঙ্গে ওইসব মেয়েরা নাচ দেখায়। এইভাবেই তাদের ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেক সময় যৌনপল্লিতে বেচে দেওয়া হয়। গত বছর চন্দননগরের একটি সংস্থা ভদ্রেশ্বরের তেলেনিপাড়া এলাকার এই রকমই হারিয়ে যাওয়া মেয়েদের উদ্ধারে হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত সরাসরি পুলিশকে কড়া পদক্ষেপ করতে বলে বিষয়টিতে। শেষ পর্যন্ত পুলিশ বিহারের বিভিন্ন থানা এলাকায় হানা দিয়ে সেই সময় কয়েকটি মেয়েকে উদ্ধার করে। পুলিশের কাছে সেই সময় ওরা তাঁদের করুন অভিজ্ঞতার কথা শোনায়। গত ১৭ জুলাই স্কুলের পোষাক পড়ে আমিনা খাতুন(১৪) বাড়ি থেকে বের হয়। সে স্থানীয় ভারতী বিদ্যাভবনে ক্লাস এইটে পড়াশোনা পড়ত। মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাবা কালামউদ্দিন। তিনি চুঁচুড়া ২৯ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া এলাকার বাসিন্দা। থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত ডায়েরি করেন। কিন্তু পুলিশ সেভাবে কোনও উদ্যোগী হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার

নিজস্ব সংবাদদাতা • মগরা

এক ব্যবসায়ীকে ঋণ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আদিসপ্তগ্রাম শাখার ম্যাানেজারকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে সন্দীপ্ত গঙ্গোপাধ্যায় নামে ওই ম্যানেজারকে ব্যাঙ্ক থেকেই গ্রেফতার করা হয়। সন্দীপ্তবাবু আদতে কলকাতার বাসিন্দা হলেও মগরায় বাড়ি ভাড়া করে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হুগলির আদিসপ্তগ্রামের বাসিন্দা মণি মজুমদার নামে ওই ব্যবসায়ী প্লাস্টিক প্যাকেটের কারখানা তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের রোজগার যোজনা প্রকল্পে ২৫ লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য ওই ব্যাঙ্কে আবেদন করেন। অভিযোগ, ঋণ পাইয়ে দেওয়ার জন্য সন্দীপ্তবাবু এক লক্ষ টাকা দাবি করেন। সেই দাবিমতো মণিবাবু গত মে মাসে প্রথম দফায় ওই ম্যানেজারকে ২১ হাজার টাকা দেন বলে পুলিশকে জানান। দ্বিতীয় দফায় সন্দীপ্তবাবু মণিবাবুর কাছে ২৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। মণিবাবু পুলিশকে জানিয়েছেন, বুধবার সন্দীপ্তবাবু তাঁর অফিস থেকে ২৫ হাজার টাকা নিতে যান। অফিসের সিসিটিভিতে সেই ছবি ধরা পড়ে। মণিবাবু ঘটনার কথা জেলা প্রশাসনের নজরে আনেন। সিসিটিভির ফুটেজ এবং ওই ম্যানেজারকে দেওয়া টাকার নম্বর নিয়ে তিনি মগরা থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যাঙ্কে অভিযান চালায়। ম্যানেজার-সহ কর্মীদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর রাত সাড়ে ১১টা নাগাদ সন্দীপ্তবাবুকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্দীপ্তবাবুকে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। মণিবাবুর ভাই মানস মজুমদার বলেন, “আমরা অনেক দিন এই ব্যবসার পরিকল্পনা নিই। সেই মতো ঋণের আবেদনও করি। জেলা প্রশাসন থেকে ঋণ অনুমোদনের নির্দেশ আসা সত্ত্বেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ টালবাহানা করছিলেন। ম্যানেজারের উপযুক্ত শাস্তি চাই।”

তৃণমূল-বিজেপি সংঘর্ষ পাণ্ডুয়ার গ্রামে, জখম ১

নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া

একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার ফের উত্তেজনা ছড়াল পাণ্ডুয়ায় দ্বারবাসিনীর আটপালা গ্রামে। জখম হন এক বিজেপি সমর্থক। গোলমালে জড়িত অভিযোগে ছয় বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মনসা পুজোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছিল ওই গ্রামে। তা নিয়ে গ্রামে উত্তেজনা ছিলই। বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তায় দুই তৃণমূল সমর্থককে বিজেপির ছেলেরা মারধর করে বলে অভিযোগ। তা থেকেই গোলমাল বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ছয় বিজেপি সমর্থককে গ্রেফতার করে। প্রতিবাদে সন্ধায় বিজেপির জেলা সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় সমর্থকেরা পাণ্ডুয়া থানায় বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সমর্থকেরা ইচ্ছাকৃত ভাবে বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়। পুলিশকে দিয়ে জোর করে তাঁদের সমর্থকদের গ্রেফতার করানো হয়। কৃষ্ণাদেবী বলেন, “তৃণমূল পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করল।” অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাণ্ডুয়ার তৃণমূল নেতা আনিসুল ইসলাম। তাঁর পাল্টা দাবি, “একটি মিটে যাওয়া পুরনো ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সমর্থকেরা এ দিন আমাদের সমর্থকদের উপর হামলা চালায়। তারই জেরে পুলিশ ওদের গ্রেফতার করে।”

ধর্ষণ করে খুন, জামিন খারিজ

নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া

দেড় মাস আগে হুগলির হিন্দমোটরে এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত দু’জনের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। জজ কোর্টে আবেদন করলে বৃহস্পতিবার তাদের আবেদন নাকচ হয়ে যায়। গত ৪ জুলাই ঘটনাটি ঘটে। তার কয়েক দিন পরে তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম কাউন্সিলর রামু পাল এবং ঘটনার মূল অভিযুক্ত, মেয়েটির পড়শি বাচ্চু ঘোষকে গ্রেফতার করে। এর আগে নিম্ন আদালতেও তাদের জামিন নাকচ হয়ে গিয়েছিল। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আন্দোলনে নামে বিজেপি এবং সিপিআই (এমএল) লিবারেশন।

গঙ্গায় ডুবে মৃত্যু যুবকের

নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর

গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটে। পুলিশ জানায়, মৃতের নাম রাজু দুবে (২১)। তাঁর বাড়ি দিল্লিতে। দিন কয়েক আগে তিনি তেলেনিপাড়ায় মামারবাড়িতে আসেন। এ দিন দুপুর আড়াইটে নাগাদ তিনি তেলেনিপাড়া ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান। অন্য স্নানার্থীরা তাঁকে জল থেকে তুলে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

গুড়াপে ট্রাক-ট্রেলারের সংঘর্ষে জখম দুই চালক

দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উল্টে যাওয়া ট্রাক। ছবি: তাপস ঘোষ।

একটি ট্রেলার এবং গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই চালকই। ক্ষতিগ্রস্ত হয় আরও একটি গাড়ি। বৃহস্পতিবার সকালে গুড়াপের কংসারিপুর সেতুর কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেও ওই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমানমুখী ট্রেলারটি কংসারিপুর সেতুতে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে আপ ‘লেন’ ছেড়ে ডাউন ‘লেনে’ চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসছিল গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটি। ট্রেলারের ধাক্কায় ট্রাকটি রাস্তা থেকে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। ট্রেলারের চালকের কেবিনটিও খুলে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই ওই রাস্তা দিয়ে আসা একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা মারে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ট্যাক্সির আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনটি গাড়িকেই পুলিশ আটক করেছে। দুর্ঘটনার জেরে এ দিন সকাল সাড়ে সাতটা থেকে ন’টা পর্যন্ত যান দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

অহল্যবাঈ রোড। মাসখানেক আগে সংস্কারের পরও এখন এমনই অবস্থা।
হুগলির জঙ্গলপুরের কাছে ছবি তুলেছেন দীপঙ্কর দে।

চাষের কাজে। তারকেশ্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE