Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

গুড়াপের দুলাল স্মৃতি সংসদ হোমের আবাসিক গুড়িয়া হত্যা মামলায় সওয়াল-জবাব শুরু হল চুঁচুড়া আদালতে। বুধবার আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরূপ বসুর এজলাসে সওয়াল-জবাব শুরু করেন মামলার সরকারি আইনজীবী বিদ্যুৎ রায়চৌধুরী।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৪ ০১:৩৩
Share: Save:

গুড়িয়া হত্যা মামলায় সওয়াল-জবাব শুরু

গুড়াপের দুলাল স্মৃতি সংসদ হোমের আবাসিক গুড়িয়া হত্যা মামলায় সওয়াল-জবাব শুরু হল চুঁচুড়া আদালতে। বুধবার আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরূপ বসুর এজলাসে সওয়াল-জবাব শুরু করেন মামলার সরকারি আইনজীবী বিদ্যুৎ রায়চৌধুরী। আদালতের কাছে তাঁর দাবি, পরিকল্পিত ভাবে মানসিক ভারসাম্যহীন যুবতীকে খুন করা হয়েছিল। ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম বলেও বিদ্যুঠবাবু দাবি করেন। দু’বছর আগে গুড়াপের ওই হোমে মাটি খুঁড়ে গুড়িয়ার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর উপর অত্যাচার করে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। মূল অভিযুক্ত হোমের সম্পাদক উদয়চাদ কুমার এবং তাঁর ঘনিষ্ঠ শ্যামল ঘোষ-সহ বেশ কয়েক জন গ্রেফতার হয়। মামলায় ২৭ জন সাক্ষ্য দেন। শ্যামল হোমের মেয়েদের উপর অত্যাচার করত বলে আদালতকে জানান আবাসিক-সহ হোমের অন্য কর্মীরা। এ দিন সওয়াল-জবাব শুনতে বহু মানুষ আদালতে ভিড় করেন।

ট্রাকের ধাক্কায় মৃত দুই বাইক আরোহী

ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল দুই মোটরবাইক আরোহীর। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের মল্লিকপুর সেতুর কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপর। মৃতদের নাম সৌমেন দাস (২৫), এবং মাধুর্য দাস (১৮)। সৌমেনের বাড়ি হরিপালের খামারচণ্ডীতে। দ্বিতীয় জন স্থানীয় আমিনপুরের বাসিন্দা ছিলেন। তাঁরা দুই বন্ধু। পুলিশ সূত্রে খবর, শ্রীরামপুরের দিক থেকে ওই দু’জন বাইকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গ্রামের পথ ধরার জন্য মল্লিকপুর সেতুর কাছে কলকাতামুখি লেনে উঠতে যাচ্ছিলেন তাঁরা। তখনই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকটি ধাক্কা মারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE