Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

গোটা দেশে যেটি অন্যতম সেরা চটকল বলে কর্তৃপক্ষের দাবি, হাওড়ার সেই বাউড়িয়া জুটমিলে শ্রমিক অসন্তোষ এড়ানো যাচ্ছে না। সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে প্রায় দু’ঘন্টা পথ অবরোধ করেন শ্রমিকেরা। কর্তৃপক্ষ বেতন মেটানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩২
Share: Save:

বকেয়ার দাবি, বাউড়িয়া জুটমিলে পথে শ্রমিকেরা
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া

গোটা দেশে যেটি অন্যতম সেরা চটকল বলে কর্তৃপক্ষের দাবি, হাওড়ার সেই বাউড়িয়া জুটমিলে শ্রমিক অসন্তোষ এড়ানো যাচ্ছে না। সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে প্রায় দু’ঘন্টা পথ অবরোধ করেন শ্রমিকেরা। কর্তৃপক্ষ বেতন মেটানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। বোনাস কম পাওয়ার অভিযোগে গত বৃহস্পতিবারও সেখানে শ্রমিকদের একাংশ বিক্ষোভ-ভাঙচুর করেন। ওই রাতেই ‘সাসপেনশন অব ওয়ার্ক’ বিজ্ঞপ্তি ঝোলান কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া মহকুমাশাসকের দফতরে কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে বৈঠক হয়। ঠিক হয়, সোমবার সকালে বকেয়া বেতন মেটানো হবে। বোনাস নিয়ে আলোচনা বুধবার কলকাতায় শ্রম কমিশনারের দফতরে। এ দিন সকালে শ্রমিকরা বকেয়া বেতন নিতে আসেন। তা দেওয়া হয়নি। ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। আসে পুলিশবাহিনী। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানান, আজ, মঙ্গলবার বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কয়েক জন আইএনটিটিইউইসি নেতাকেও মারা হয়। শ্রমিকদের অভিযোগ, নেতাদের সঙ্গে যোগসাজশে বোনাস কমেছে।

হাওড়ায় চুল্লির উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দীর্ঘ টালবাহানা ও জটিলতার পরে হাওড়ার আর একটি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি চালু হল। এর আগে সালকিয়ার বাঁধাঘাট ও শিবপুরে দু’টি নতুন চুল্লি চালু হয়। সোমবার রামকৃষ্ণপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেন মেয়র রথীন চক্রবর্তী। ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শ্মশানটির সৌন্দর্যায়নের জন্য ২৫ লক্ষ টাকা খরচ করেছে পুরসভা। হাওড়া পুরসভা সূত্রে খবর, ২০০৯-এ গঙ্গা অ্যাকশন প্রকল্পের ৫ কোটি টাকায় সালকিয়া, রামকৃষ্ণপুর ও শিবপুর শ্মশানে তিনটি বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে সিইএসসি- র সঙ্গে সমস্যা হওয়ায় কাজ শেষ হয়নি। যদিও প্রকল্পের সময়সীমা ছিল ১৮ মাস। তবে হাওড়া পুরসভায় তৃণমূল ক্ষমতায় আসার পরই আট মাসে দু’টি বৈদ্যুতিক চুল্লি চালু করায় সাধারণ মানুষের সুবিধা হল বলে মেয়র মনে করেন।

যৌন নিগ্রহ, বিক্ষোভ গ্রেফতারের দাবিতে

নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

ছয় বছরের বালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্ত এখনও ধরা না পড়ায় সোমবার বিক্ষোভ দেখাল গণতান্ত্রিক মহিলা সমিতি। উলুবেড়িয়ার অভিরামপুরের বাসিন্দা ওই বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগটি পুলিশের কাছে জমা পড়ে শুক্রবার রাতে। মেয়েটির মায়ের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর মেয়ের উপর অত্যাচার চালায় সেখ সইদুল নামে তাঁদেরই প্রতিবেশী এক যুবক। তার তিন সাগরেদ সেখ নুর ইসলাম, সেখ রফিক ও সেখ কালো তাঁকে ভয় দেখিয়ে হাসপাতালে মেয়ের চিকিত্‌সা করাতে ও পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধা দেন। পরে এক আত্মীয়ের সাহায্যে তিনি থানায় লিখিত অভিযোগ জানান।

বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু বধূর, গ্রেফতার স্বামী

টিভির পিছনে প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে এক বধূর মৃত্যুতে তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে খানাকুলের কেটেদল গ্রামে। পুলিশ জানায় মৃতের নাম অনিতা বেরা ওরফে মঙ্গলা (৩৫)। অনিতাদেবীর বাবা খানাকুলেরই নপাড়া গ্রামের হরপ্রসাদ মাইতির অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে স্বামী স্বপন বেরাকে গ্রেফতার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বছর ১৯ আগে বিয়ে হওয়া ওই দম্পতির ২টি ছেলে রয়েছে। অনিতাদেবী রবিবার সকালে টিভির অনুষ্ঠান দেখতে গিয়ে অসতর্কতায় তড়িদাহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে শ্বশুড়বাড়ির লোকজন খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্‌সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যানাগাদ অনিতাদেবীর বাবা মেয়েকে চক্রান্ত করে খুনের অভিযোগ দায়ের করেন জামাইয়ের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগে তিন জানিয়েছেন, টিভি দেখা-সহ সাংসারিক নানা বিষয় নিয়ে মেয়েকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত জামাই। পরিকল্পনা করেই মেয়েকে খুন করা হয়েছে।

নিখোঁজের দেহ উদ্ধার , ধৃত ২

রবিবার সকালে আরামবাগের হরাদিত্য গ্রামের নয়ানজুলি থেকে দু’দিন ধরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে দুই ডেকরেটর ব্যবসায়ীকে গ্রেফতারের পর ওই রাতেই অভিযুক্ত আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পরাগ মালিক (২৪) নামে মৃত ওই যুবকের স্ত্রী সুজাতা মালিকের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে গ্রেফতার করা হয়েছিল নীতিশ কর্মকার এবং অসিত কর্মকারকে। রাতে গ্রেফতার করা হয় নীতিশের শ্বাশুড়ি শিবানি হাজারি এবং আশিস কর্মকারকে। পরাগ ওই ডেকরেটর ব্যবসায়ীর দোকানে কাজ করতেন। সুজাতাদেবীর অভিযোগ, গত শুক্রবার নীতিশবাবু তাঁর স্বামীকে বিশ্বকর্মা বিসর্জনের জন্য ডেকে নিয়ে যান। তারপর আর স্বামী বাড়ি ফেরেননি। স্বামীকে পুরনো কোনও রাগের বশেই খুন করা হয়েছে বলে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

বিহার থেকে গ্রেফতার লালা

দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে বিহার থেকে পুলিশের জালে ধরা পড়ল এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা যায়, খুনের অভিযুক্ত ব্যান্ডেলের বাসিন্দা সঞ্জয় পাসোয়ান ওরফে লালা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশের একটি দল বিহার পুলিশের সাহায্যে ভাগলপুর থেকে লালাকে গ্রেফতার করে নিয়ে আসে রবিবার। পুলিশ জানায় লালার বিরুদ্ধে চুঁচুড়া থানায় খুনের অভিযোগ রয়েছে। তা ছাড়া ২০১২ সালে চঁুচুড়ার হুগলি জেলের সামনে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে ব্যান্ডেল এলাকায় তোলাবাজি এবং ব্যবসায়ীদের উপর অত্যাচার করার অভিযোগ ওঠে। ব্যান্ডেল এলাকার ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করেছিলেন লালার বিরুদ্ধে। তারপর থেকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল তাকে।

ছেলে খুনে গ্রেফতার মা

ছেলেকে খুনের অভিযোগে মাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আরতি দুবে। রবিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ব্যান্ডেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অগষ্ট ব্যান্ডেলের কেওটা পদ্মপাড় এলাকার বাসিন্দা আরতি দুবের বাড়ি থেকে তাঁর ছেলে আনন্দ দুবের (২৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE