Advertisement
১৮ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বুধবার সকালে খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের বহিরাগতদের অশালীন কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল দুই কলেজ ছাত্রের বিরুদ্ধে। ওই দুই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা।

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৫
Share: Save:

দুই ছাত্রকে বহিষ্কারের দাবি, বিক্ষোভ কলেজে
নিজস্ব সংবাদদাতা • খানাকুল

বুধবার সকালে খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের বহিরাগতদের অশালীন কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল দুই কলেজ ছাত্রের বিরুদ্ধে। ওই দুই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। অধ্যক্ষ দেবব্রত মজুমদার বলেন, “ওই দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করা হবে। তিনি জানান, অভিযুক্ত দুই ছাত্র এবং তাঁদের অভিভাবকদের শুক্রবার ডেকে কলেজ কর্তৃপক্ষর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এ ব্যাপারো অভিযুক্ত দুই ছাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ।—নিজস্ব চিত্র।

কলেজ সূত্রের খবর, নবীনবরণ অনুষ্ঠানের পর মঙ্গলবার পর্যন্ত ছুটি থাকায় আবাসিক ছাত্ররা বাড়ি চলে যান। বুধবার সকাল সাড়ে দশটায় কলেজ শুরু হয়। তার আগেই যথারীতি ছাত্রাবাসে চলে এসেছিলেন আবাসিক ছাত্ররা। তৃণমূল ছাত্র সংসদের পক্ষে শেখ হায়দারের অভিযোগ, ছাত্রাবাসে ঢুকে ছাত্ররা বুঝতে পারে বাইরে থেকে তালা মারা একটি ঘরে পুরুষ এবং মহিলার উপস্থিতি। বিষয়টি সঙ্গে সঙ্গে তাঁরা কলেজ কর্তৃপক্ষকে জানান। কলেজ কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারেন ঘরের চাবি দুই ছাত্রের কাছে রয়েছে। এর পর পুলিশ ডেকে তালা খুলে ওই দুই বহিরাগতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে লিখিত অভিযোগ না হওয়ায় পুলিশ দু’জনকে তাদেক অভিভাবকদের হাতে তুলে দেয়। এর পর ওই ঘরের দুই আবাসিক ছাত্রের বিরুদ্ধে বহিরাগতদের অশালীন কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ তোলে ছাত্র সংসদ।

মৃত ফুটবলারের স্ত্রীকে সাহায্য
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি

পথ-দুর্ঘটনায় মৃত ফুটবলারের স্ত্রীর নামে দেড় লক্ষ টাকা ফিক্সড্ ডিপোজিট করে দিল হুগলির বিএস পার্ক ক্লাব। এর মধ্যে ২৫ হাজার টাকা দিয়েছে বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটি। বিএস পার্কের হয়ে এক দশকেরও বেশি সময় খেলেছেন গৌতম দে ওরফে রবিন। গত জুলাই মাসে ইএম বাইপাস লাগোয়া একটি হাসপাতালের সামনে বাস থেকে পড়ে যান ৩১ বছরের গৌতম। পরে হাসপাতালে মারা যান তিনি।

ফাইনালে বিএস পার্ক
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

নেতাজি ব্রিগেডকে হারিয়ে শ্রীরামপুর মহকুমা সুপার ডিভিশন ফুটবলের ফাইনালে গেল বিএস পার্ক। বুধবার রিষড়া লেনিন মাঠে সেমিফাইনালে দু’দল মুখোমুখি হয়। দ্বিতীয়ার্ধে গোলটি করেন বিএস পার্কের মিডফিল্ডার জগন্নাথ সানা। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের জালে বল জড়িয়ে দেন তিনি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে রিষড়া স্পোর্টিংয়ের মুখোমুখি হবে মাহেশ ছাত্র সঙ্ঘ।

‘খুন’, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ছুরি দিয়ে ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন দাদা। বৃহস্পতিবার, লিলুয়ার জগদীশপুর এলাকার নস্করপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম প্রবীর মাঝি (৩৪)। পুলিশ জানায়, পেশায় রাজমিস্ত্রী প্রবীর বাড়ি থেকে বেরোলে দাদা নেপাল ছুরি নিয়ে তাঁকে আক্রমণ করে। প্রবীরবাবুকে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। স্থানীয়েরাই নেপালকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের দাবি, জমি নিয়ে পারিবারিক গোলমালের জেরেই এই ঘটনা।

শিশুদের পোশাক

পুলিশের উদ্যোগে পুজোয় নতুন জামাকাপড় পেল শেওড়াফুলি গড়বাগানের যৌনপল্লির ছেলেমেয়েরা। বৃহস্পতিবার শেওড়াফুলিতে চৈতালি সঙ্ঘের মাঠে এক অনুষ্ঠানে ৭৪ জন শিশুকে নতুন পোশাক দেওয়া হল শ্রীরামপুর থানার তরফে। একটি অনাথ আশ্রমের ৩০ জন ছেলেকেও দেওয়া হল নতুন পোশাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি সুনীল চৌধুরী, এএসপি (শিল্পাঞ্চল) জয়িতা বসু, স্থানীয় বিধায়ক মুজফ্ফর খান, পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ প্রমুখ।

দুঃস্থদের বস্ত্র

দুর্গাপুজো উপলক্ষে চুঁচুড়া-মগরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে মঙ্গলবার দু’হাজার দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হল। আদিসপ্তগ্রামের ছোট খেজুরিয়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মুক্তা আর্য, স্থানীয় সাংসদ রত্না দে নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস প্রমুখ।

তোমায় সাজাই। চাঁপাডাঙায়।

ঝুড়ি, কুলো দিয়ে সেজে উঠছে মণ্ডপ। চুঁচুড়ায় তাপস ঘোষের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE