Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

তোলা দিতে অস্বীকার করায় এক লটারি বিক্রেতাকে মারধরের অভিযোগে আরামবাগের নৈসরাই বাজার এলাকার তৃণমূলের এক যুবনেতাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ইমরান খান। তাঁর মা মমতাজ বিবি তিরোল পঞ্চায়েতের তৃণমূল সদস্যা।

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৪ ০১:১৪
Share: Save:

মারধরে গ্রেফতার তৃণমূলের নেতাকে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

তোলা দিতে অস্বীকার করায় এক লটারি বিক্রেতাকে মারধরের অভিযোগে আরামবাগের নৈসরাই বাজার এলাকার তৃণমূলের এক যুবনেতাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ইমরান খান। তাঁর মা মমতাজ বিবি তিরোল পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। তিনি ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য দলের বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন। ব্লক তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন। ওই বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, ইমরান তাঁদের উপরে নিয়মিত নানা জুলুম করতেন। তোলা আদায় ছাড়াও নানা সামগ্রী নিয়ে দাম দিতেন না। সোমবার তোলা দিতে অস্বীকার করায় শ্রীকান্ত সর্দার নামে ওই লটারি বিক্রেতাকে মারধর করেন বলে অভিযোগ। শ্রীকান্ত লিখিত ভাবে প্রথমে ব্যবসায়ী সমিতি এবং পরে পুলিশের কাছে অভিযোগ জানান। ব্যবসায়ী সমিতির সম্পাদক শেখ সাজাহান বলেন, “ইমরান বাজারে এলে আমরা তাঁর কাছে জানতে চেয়েছিলাম কেন শ্রীকান্তকে মারা হয়েছে। বেশ করব জানিয়ে তিনি আমাদের সামনেই ফের শ্রীকান্তকে মারধর করেন।” ধৃতকে বুধবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

দু’টি বাসের রেষারেষি, মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

বাস-মিনিবাসের রেষারেষির জেরে গোঘাটের পাতুলসরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার বিকেলে গোঘাটের পাতুলসাড়ায় ওই দুর্ঘটনায় মৃতের নাম ভোলানাথ রাজপুত (৩৭)। পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্থানীয় ওই যুবক রাস্তার ধারের একটি মাচায় বসে ছিলেন। মিনিবাসটি সেখানে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় একটি মিনিবাসেরও সাত জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের আরামবাগ হাসপাতলে ভর্তি করানো হয়। দুর্ঘটনার প্রতিবাদে দেহ আটকে স্থানীয় বাসিন্দারা ঘণ্টা খানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। সেই সময়ে মৃতের পরিবারের জন্য তখনই ক্ষতিপূরণ এবং বাসের গতি নিয়ন্ত্রণের দাবি ওঠে। অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দাবিগুলি সংশ্লিষ্ট নানা মহলে জানানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়।

সমবায়ে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

হাওড়ার একটি কৃষি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়ার সমবায় কো-অপারেটিভ এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর ই পরিচালন সমিতির মোট ৩৯টি আসনে নির্বাচনের দিন স্থির হয়েছিল ৯ নভেম্বর। মনোনয়নপত্র তোলার দিন ধার্য হয়েছিল যথাক্রমে ১৩ ১৪ অক্টোবর। জমা দেওয়ার কথা ছিল ১৫ ও ১৬ নভেম্বর। তৃণমূল ছাড়া কেউ মনোনয়ন পত্র তোলেনি। বুধবার ৩৯ আসনেই তারা মনোনয়ন জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। ৩৭ বছর ওই সমিতির ক্ষমতায় ছিল বামেরা। সিপিএম এবং কংগ্রেসের অভিযোগ, ভয় দেখিয়ে তৃণমূল মনোনয়নপত্র তুলতে দেয়নি। তৃণমূল অভিযোগ মানেনি।

হিমঘরে আগুন
নিজস্ব সংবাদদাতা • ধনেখালি

মঙ্গলবার রাতে হুগলির ধনেখালি বাজারের কাছে বন্ধ একটি হিমঘরে আগুন লাগে। তারকেশ্বর থেকে দমকলের দু’টি ইঞ্জিন আসে। আগুন নেভাতে বুধবার বেলা গড়িয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিমঘরটি বছর পাঁচেক ধরে বন্ধ। সম্প্রতি সেটি খোলার তোড়জোড় হয়। মেরামতের কাজ চলছিল। মঙ্গলবার রাত ১২টা নাগাদ সেখান থেকে আগুনের শিখা দেখা যায়। হিমঘরের লোকজন থানা ও দমকলে জানান। কী ভাবে আগুন লাগল, দমকল তা খতিয়ে দেখছে।

মনিটর চুরি
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

আরামবাগ ব্লক অফিস থেকে চুরি হলে গেল একটি কম্পিউটার-মনিটর। বুধবার এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়েরপ করা হয়েছে। বিডিও প্রণব সাঙ্গুই জানান, রহস্যময় ভাবে উধাও হয়েছে মনিটরটি। ব্লক প্রশাসনের অভিযোগ, মঙ্গলবার সকালে অফিসের তালা খোলা এবং কর্মীদের আসার মিনিট পনেরোর মধ্যে মনিটরটি চুরি যায়। পুলিশ জানায়, ওই ঘরের দরজা ও তালা অক্ষত থাকা সত্ত্বেও কী ভাবে চুরি হল, তার তদন্ত শুরু হয়েছে।

ধৃত ২২ জন

মঙ্গলবার আরামবাগ শহরের বিভিন্ন ওয়ার্ড এবং রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ অভিযান চালিয়ে বেআইনি ভাবে মদ বিক্রি করা এবং জুয়া খেলার আসর বসানোর অভিযোগেট ২২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বুধবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE