Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

প্রায় দু’বছর ধরে পরিকাঠামোর অভাবকে কারণ দেখিয়ে মিড-ডে মিল চালু করেননি পুড়শুড়ার সোঁয়ালুক আজাদ হাইস্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার ডাকা এক বিশেষ বৈঠকে আগামী ১ ডিসেম্বর তাঁদের মিড-ডে মিল চালু করার নির্দেশ দিলেন বিডিও অনির্বাণ রায়।

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৪ ০০:৫৮
Share: Save:

মিড-ডে মিল চালুর নির্দেশ পুড়শুড়ার স্কুলে
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া

প্রায় দু’বছর ধরে পরিকাঠামোর অভাবকে কারণ দেখিয়ে মিড-ডে মিল চালু করেননি পুড়শুড়ার সোঁয়ালুক আজাদ হাইস্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার ডাকা এক বিশেষ বৈঠকে আগামী ১ ডিসেম্বর তাঁদের মিড-ডে মিল চালু করার নির্দেশ দিলেন বিডিও অনির্বাণ রায়। এ ব্যাপারে আর কোনও আপত্তি শোনা হবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন। বিডিও বলেন, “বৈঠকে স্কুল কর্তৃপক্ষ আর্থিক অভাবের কথা তুলেছিলেন। সে বিষয়ে পরে আলোচনা হবে। আপাতত মিড ডে মিল চালুর প্রক্রিয়া কতটা এগোচ্ছে, তা দেখার জন্য ২১ নভেম্বর স্কুলে যাব। ১ ডিসেম্বর স্কুলকে মিড ডে মিল চালু করতেই হবে।” এ দিনের বৈঠক নিয়ে ওই হাইস্কুলের প্রধান শিক্ষক উপলকুমার পণ্ডিত কোনও মন্তব্য করতে চাননি। স্কুল পরিচালন সমিতির সম্পাদক শেখ আব্বাস আলি বলেন, “রান্নাঘরের কাজ সম্পূর্ণ করতে টাকা দেওয়া যাবে না বলে বিডিও জানিয়েছেন। এই পরিস্থিতিতে আমরা কতটা কী করতে পারব তা আগামী সাত দিনের মধ্যে বিডিওকে জানাব।” মিড-ডে মিল চালু করতে ওই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছিলেন অভিভাবকেরা। তাঁরা বিডিওর কাছে গণস্বাক্ষর সংবলিত অভিযোগপত্রও পাঠান। স্কুল কর্তৃপক্ষ অর্থাভাবে রান্নাঘর সম্পূর্ণ তৈরি করা যায়নি বলে দাবি করেন। এ দিনের বৈঠকে বিডিও তাঁদের জানিয়ে দেন, শীঘ্রই বাড়তি টাকা মিলবে না। আপাতত বাঁশ দিয়েই জানলা-দরজা তৈরি করে নিতে হবে। মাটি ফেলে মেঝে কাজের উপযোগী করে নিতে হবে।

ফের বাইকে হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ফের মোটরবাইকে এসে হার ছিনতাই করল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে, হাওড়ার আন্দুল রোডের হাঁসখালি পোলের কাছে। পুলিশ জানায়, এ দিন সুজাতা জালানি নামে এক মহিলা রিকশায় করে দুই ছেলেকে স্কুলে পৌঁছতে যাচ্ছিলেন। তখনই দু’টি মোটরবাইকে এসে তিন দুষ্কৃতী তাঁর হার ছিনিয়ে পালায়। রিকশাচালক ও পথচারীরা দুষ্কৃতীদের তাড়া করলে তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে পালিয়ে যায়। সুজাতাদেবী বলেন, “রোজ ছেলেদের স্কুলে দিতে যাই। এ বার কোন সাহসে বেরোবো?” স্থানীয়দের অভিযাগ, ঘটনাটি ঘটেছে হাওড়া সিটি ও গ্রামীণ পুলিশের সীমানা এলাকায়। সকালে সেখানে পুলিশি টহলদারি থাকে না। দুষ্কৃতীরা এই সুযোগ কাজে লাগিয়েছে। জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানান, ওখানে টহলদারি যাতে বাড়ানো যায়, দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

ধর্ষণের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

প্রতিবেশী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোমবার হাওড়ার শ্যামপুরের হোগলকুড়িয়া গ্রামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাজা মাঝি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই তরুণী বছর দেড়েকের ভাইপোকে নিয়ে এলাকারই একটি দোকানে গিয়েছিলেন। অভিযোগ, ফেরার পথে রাজা তাঁর পিছু নেয়। একটি পান-বরজের কাছে সে ওই তরুণীর পথ আটকায়। তার পরে জোর করে পান-বরজে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে এসে তরুণী প্রথমে ভয়ে কিছু কাউকে কিছু বলেননি। সোমবার তিনি পরিবারকে সমস্ত ঘটনা জানান। তার পরেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়।

আবৃত্তির সিডি প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • রিষড়া

শিক্ষার্থীদের পরিবেশিত আবৃত্তি নিয়ে সিডি প্রকাশ করল রিষড়ার ‘আবৃত্তির আলোকে’। জগদ্ধাত্রী পুজোর সময় রিষড়ার পার্ক তরুণ দলের পুজো প্রাঙ্গণে সিডি-র আনুষ্ঠানিক প্রকাশ হয় প্রতিষ্ঠানের দৃষ্টিহীন শিক্ষার্থী পড়ুয়া পুটু বেরার হাত ধরে। প্রতিষ্ঠানের তরফে বলা হয়, সিডি-টি বিক্রি করা হবে না। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া এবং শিল্পের স্বার্থরক্ষার্থেই এই প্রয়াস। সিডিতে প্রথম পর্বে রবীন্দ্র-নজরুল-সুকান্ত থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সুবোধ সরকার, জয় গোস্বামী-সহ বেশ কয়েক জন কবির ২০টি কবিতার আবৃত্তি শোনা যাবে। পরবর্তী অংশে রয়েছে নারীদের অবহেলাকে উপজীব্য করে আংশিক কবিতার কোলাজ। সিডির প্রচ্ছদে রয়েছে থ্যালাসেমিয়া রোধ এবং মরণোত্তর চক্ষুদান নিয়ে সচেতনতামূলক প্রচার।

শ্যামপুরে নকআউট ফুটবলে জয়ী বকুল অগ্রণী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

হাওড়ার শ্যামপুরে হয়ে গেল নক আউট ফুটবল প্রতিযোগিতা। গত ৯ নভেম্বর মৌলানিমদাঁড়ি নিউ তরুণ সঙ্ঘের উদ্যোগে ওই টুর্নামেন্টে হাওড়া ছাড়াও হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে মোট ১৬টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ওঠে বকুলতলা অগ্রণী সঙ্ঘ এবং আনকুল দিশারি সঙ্ঘ। খেলায় ১-০ গোলে জয়ী হয় বকুলতলা অগ্রণী সঙ্ঘ। ম্যান অব দ্য ম্যাচ হন বকুলতলার খেলোয়াড় সমীর বৈদ্য। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান আনকুল দিশারি সঙ্ঘের বিশ্বজিত্‌ দেবনাথ। ফাইনাল ম্যাচের রেফারি ছিলেন নিত্যানন্দ পাখিরা। ফাইমালে উপস্থিত তিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, ওসি সুমন দাস প্রমুখ।

পাঁচলায় চ্যাম্পিয়ন জালালসি
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা

সম্প্রতি পাঁচলা দেউলপুর যুবক সঙ্ঘের মাঠে দু’দিন ব্যাপী নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল জালালসি সারস্বর মণিমেলা ক্লাব। জয়ী দলকে দেওয়া হয় পাঁচকড়ি বাগ স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি। হাওড়া জেলার আটটি দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ফাইনালে জালালসি সারস্বর মণিমেলা ক্লাব ২-১ গোলে হারিয়ে দেয় গোন্দলপাড়া সোসাল অগ্রগামীকে। ম্যান অব দ্য ম্যাচ হন জালালসির খেলোয়াড় অজয় কোলে। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন গোন্দলপাড়া সোসাল অগ্রগামী দলের গোলকিপার শশাঙ্ক দাস। রেফারি ছিলেন শ্যামল মাজি।

সাহিত্যবাসর
নিজস্ব সংবাদদাতা • বাগনান

বাগনানের বসুধ্বৈব উত্‌স প্রাণ পত্রিকার উদ্যোগে সাহিত্য পাঠের এক আসর হয়ে গেল স্নেহাঞ্জলি ভবনে। অনুষ্ঠানে গল্প, প্রবন্ধ, কবিতা পাঠের পাশাপাশি ছিল স্বরচিত কবিতা পাঠ। হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর থেকে ২৭ জন কবি-সাহিত্যিক যোগ দিয়েছিলেন।

রিকশা থামিয়ে প্রকাশ্যে হার ছিনতাই সাঁকরাইলে

সাতসকালে প্রকাশ্য রাস্তায় চলন্ত রিকশা থামিয়ে এক মহিলার সোনার হার ছিনতাই করল মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী। মঙ্গলবার হাওড়ার আন্দুল রোডে সাঁকরাইল থানার হাসখালি পোলের কাছে। পুলিশ জানায়, ঘটনার পরে রিকশাচালক ও কয়েকজন পথচারী দুষ্কৃতীদের তাড়া করেন। কিন্তু তারা আগ্নেয়াস্ত্র বার করে ভয় দেখিয়ে মোটরবাইক নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সুজাতা জালানি নামে ওই মহিলা তাঁর দুই ছেলেকে আন্দুল রোডের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পৌঁছতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরনোর পরেই বটানিক্যাল গার্ডেনের দিক থেকে দু’টি মোটরবাইক এসে পথ আটকায় এবং এক দুষ্কৃতী তাঁর হার ছিনিয়ে নেয়। তার পরে দুষ্কৃতীরা আলমপুরের দিকে পালায়। দুষ্কৃতীদের মাথায় রুমালের ফেট্টি বাঁধা ছিল। সুজাতাদেবী এ দিন বলেন, “রোজ ছেলেদের স্কুলে দিতে যাই। এর পর কী সাহস নিয়ে বেরোব ভেবে পাচ্ছি না।” স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ঘটেছে হাওড়া সিটি পুলিশ ও গ্রামীঁ পুলিশের সীমানা এলাকায়। সকালে সেখানে পুলিশি টহলদারি থাকে না বললেই চলে। দুষ্কৃতীরা এই সুযোগ কাজে লাগিয়েছে। জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানান, ওই এলাকায় পুলিশের টহলদারি যাতে বাড়ানো যায়, দেখা হচ্ছে। দুষ্কৃতীদের সন্ধানে চল্লাশি চলছে।

পুলিশের বিরুদ্ধে হামলার নালিশ

এক তৃণমূল কর্মীকে মারধরে অভিযুক্তদের ধরতে গিয়ে গোঘাটের বেঙ্গাই গ্রামের মাজিপাড়ায় ঢুকে মঙ্গলবার সিপিএম কর্মী-সমর্থকদের ঘর ভাঙচুর এবং মহিলাদের কটূক্তি ও মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে গোঘাট থানার দাবি, সরকারি কাজে স্থানীয় মহিলারা বাধা দেওয়ায় মহিলা-পুলিশই তাঁদের সরিয়ে দেন। বাড়ি ভাঙচুর বা মারধরের অভিযোগ অসত্য। গত রবিবার রাতে ওই গ্রামের চৌমাথায় উত্তরপাড়ার দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে অজয় ঘোষ নামে এক তৃণমূল কর্মী প্রহৃত হন। তাঁকে মারধরের অভিযোগে গ্রামের পরেশ সাঁতরা নামে এক সিপিএম কর্মীকে পুলিশ গ্রেফতার করে। মারধরের ঘটনায় আর ৯ জন অভিযুক্ত। তাঁদের খোঁজেই এ দিন পুলিশ গ্রামে যায়। সিপিএমের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা করে। গীতা রায়, মঙ্গলা সাঁতরা, ফাল্গুনী রায় এবং চম্পা রায় নামে তাঁদের চার সমর্থক পুলিশের লাঠির ঘায়ে আহত হন। তাঁদের প্রাথমিক চিকিত্‌সা করানো হয়। পাঁচ সমর্থকের ঘরের চাল ভেঙে দেয় পুলিশ। তবে, এ নিয়ে রাত পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। দলের গোঘাট জোনাল কমিটির সম্পাদক অরুণ পাত্র বলেন, “পুলিশ আসামি ধরতে তল্লাশি করতেই পারে। কিন্তু আসামি না পেয়ে মহিলাদের উপর হামলা বা পাড়ায় তাণ্ডব মানা যায় না।”

বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত

খেতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার জঙ্গলপাড়ায় বন কৃষ্ণরামপ‌ুরে। মৃতের নাম ননীগোপাল মান্না (৫৫)। তিনি চাষাবাদ করতেন।

বাদুরঝোলা। আমতায়।

হাওড়া জেলা গ্রামীণ পুলিশ ও উলুবেড়িয়া সম্প্রীতি মঞ্চের ব্যবস্থাপনায় শারদ সম্মান ও দীপ সম্মান
এবং মহরমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হল রবীন্দ্রভবনে। মোট ৩৭জনকে পুরস্কৃত করা হয়।—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE