Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

উলুবেড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বি-ফার্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র আকাশ অগ্রবালকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কলেজেরই চার ছাত্রকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। সকলেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র।

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০০:৫২
Share: Save:

ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুতে ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

উলুবেড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বি-ফার্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র আকাশ অগ্রবালকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কলেজেরই চার ছাত্রকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। সকলেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁরা জম্মু-কাশ্মীরের অনন্তনাগ এবং কুপওয়ারা জেলার বাসিন্দা। উলুবেড়িয়ায় মেসে থাকতেন। তাঁদের বিরুদ্ধে র্যাগিংয়ের মামলাও রুজু করেছে পুলিশ।

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। ছবি: সুব্রত জানা।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার উলুবেড়িয়া স্টেশনের কাছে ডোমপাড়ায় রেললাইনের ধার থেকে আকাশের দেহ উদ্ধার করে রেল পুলিশ। তাঁর বাবা-মা দিল্লিতে থাকেন। শনিবার উলুবেড়িয়ায় এসে ছেলের মৃত্যুর জন্য তাঁরা কয়েক জন ‘সিনিয়র’ ছাত্রকে দায়ী করেন। তাঁদের অভিযোগ, ওই সিনিয়র ছাত্রেরাই আকাশকে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই রাজ্য ও রেল পুলিশ যৌথ ভাবে তদন্ত শুরু করেছে। ওই চার ছাত্রকে আগেই সাসপেন্ড করেছেন কলেজ কর্তৃপক্ষ। রবিবার ধৃতদের উলুবেড়িয়া এসিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক এক জনকে তিন দিনের পুলিশ হেফাজত, বাকিদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

চন্দননগরে প্রকাশ্যে গুলিতে খুন যুবক
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

ফের চন্দননগরে রাস্তার মধ্যে গুলি করে খুন করা হল এক যুবককে। রবিবার রাত ৯টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে গাড়িতে বাড়ি ফেরার পথে খলিসানি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন পুরশ্রী এলাকার বাসিন্দা রবি দাস (৩০) নামে ওই যুবক। তিনি হোটেলের ব্যবসা করতেন। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। জগদ্ধাত্রী পুজোর আগেই মধ্যাঞ্চল এলাকায় খুন করা হয়েছিল এক আলোক-শিল্পীকে। তার পরে এই ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবি খুনের কারণ নিয়ে রাত পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে পুলিশ জানায়, বছর খানেক আগে চুঁচুড়ায় একটি ব্যাঙ্ক ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে রবিকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। পুরনো কোনও শত্রুতার জেরে ওই যুবককে খুন করা হল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁটাপুকুর গড়ের ধারে রবির শ্বশুরবাড়ি। এ দিন রাতে তিনি স্ত্রী দীপিকাকে নিয়ে গাড়িতে সেখান থেকে ফিরছিলেন। রবি বসেছিলেন গাড়ির সামনের আসনে চালকের পাশে। খলিসানিতে ওষুধ কেনার জন্য দীপিকা গাড়ি থেকে নামেন। চালকও সঙ্গে যান। গাড়িটি দাঁড় করানো হয়েছিল রাস্তার বাঁ দিক ঘেঁষে। রবি গাড়ি থেকে নামেননি। সেই সময়েই একটি মোটররবাইকে জনা তিনেক দুষ্কৃতী এসে গাড়ির সামনে দাঁড়ায়। তার পরে গাড়ির জানলা দিয়ে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে রবির ঘাড়ে পর পর দু’টি গুলি করে বাইকে উঠে চম্পট দেয়। ঘটনাস্থলেই রবি মারা যান।

বালির সেই স্কুলছাত্রের অবস্থার উন্নতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বালির শিক্ষানিকেতন বিদ্যালয়ের (বালক বিভাগ) নবম শ্রেণির ছাত্রের শারীরিক অবস্থা রবিবার অনেকটাই স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রের খবর। এ দিন ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, আজ সোমবার, ছাত্রটির ঘাড়ের এক্স-রে করা হবে। অভিযোগ, শনিবার স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ‘অপমানজনক’ কথা শোনার পরে ছেলেটি বাড়ি গিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এ দিকে, এলাকার লোকজন এবং স্কুলের অন্য পড়ুয়াদের অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মিস্ত্রি এবং সহকারী শিক্ষক প্রতাপচন্দ্র ভট্টাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে পোস্টার লাগান। রবিবার স্কুলের শিক্ষক সেলিম মণ্ডল ছাত্রটির খোঁজখবর নেন। তিনি তার বাবাকে জানিয়েছেন, ছাত্রটির যাতে পড়াশোনার ক্ষতি না হয় তা স্কুল কর্তৃপক্ষ দেখবেন। ছাত্রটির পরিবারের অভিযোগ অস্বীকার করে এ দিন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, “কেন এই অভিযোগ উঠছে বুঝতে পারছি না। তবে আজ, সোমবার স্কুলে যাওয়ার চেষ্টা করব।” প্রতাপবাবু বলেন, “আমি জ্ঞানত কোনও ছাত্রকে এ ধরনের কথা বলিনি। ঘটনায় আমি নিজে মর্মাহত। আমার শারীরিক অবস্থা ভাল নয়।” হাওড়া সিটি পুলিশের এক কর্তা রবিবার জানান, ছাত্রটির পরিবার অভিযোগ জানিয়েছে। তবে স্কুল খোলার পর তদন্ত করে কাউকে দোষী পেলেই গ্রেফতার করা হবে।

কল খারাপ, জলের সমস্যা আদালতে
নিজস্ব সংবাদদাতা • আমতা

প্রায় দু’মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন আমতা আদালতের আইনজীবী, মুহুরি থেকে বিচারপ্রার্থীরা। বছর পাঁচেক আগেই আদালতের একমাত্র কলটি খারাপ হয়ে পড়ে। মাস দুয়েক আগে অকেজো হয়ে যায় নলকূপটিও। এই অবস্থায় সবাইকে জল কিনে খেতে হচ্ছে বা কিছুদূর হেঁটে গিয়ে ডাকঘরের কল থেকে জল নিয়ে আসতে হচ্ছে। কেননা, আশপাশে জলের কোনও ব্যবস্থা নেই। জলের অভাবে কেউই আদালতের শৌচালয়ও ব্যবহার করতে পারছেন না। আইনজীবীদের অভিযোগ, প্রশাসনকে বহুবার বলা সত্ত্বেও কোনও সুরাহা হল না। আমতা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ সাহানুর আলম বলেন, “জলের সমস্যায় আমরা জেরবার হয়ে যাচ্ছি। প্রতিদিন জল কিনে খেতে হচ্ছে। প্রশাসনের কাছে জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি।” আদালতটি আমতা-১ ব্লকে। বিডিও গৌতম দত্তের আশ্বাস, “নলকূপটি সারানোর ব্যবস্থা করছি। না হলে নতুন নলকূপ বসানোর ব্যবস্থা করা হবে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে কথা বলে নলবাহিত পানীয় দলের ব্যবস্থাও করা হবে।”

রেশন দোকান পরিদর্শন মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বালি এবং উত্তরপাড়ার কয়েকটি রেশন দোকানে আচমকা পরিদর্শনে গিয়ে মজুত থাকা চাল এবং গমে গরমিল পেলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার জ্যোতিপ্রিয়বাবু পুলিশ নিয়ে প্রথমে যান বালির একটি রেশন দোকানে। সেখান থেকে উত্তরপাড়া। দু’টি জায়গাতেই রেশন দোকানে মজুত থাকা চাল এবং গমের পরিমাণে গরমিল ধরা পড়ে। পরে খাদ্যমন্ত্রী জানান, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া থেকে যে পরিমাণ চাল এবং গম তোলা হয়েছিল, ওই দু’টি রেশন দোকানে সেই পরিমাণ সামগ্রী নেই। এ দিকে, মন্ত্রী যখন উত্তরপাড়া এলাকার রেশন দোকানে গিয়ে খোঁজখবর নিচ্ছেন, তখন পাশের একটি কেরোসিনের দোকানের মালিক তাঁকে দেখামাত্র দোকান খুলে রেখেই ছুটে পালিয়ে যান। পরে জ্যোতিপ্রিয়বাবু উত্তরপাড়া থানাকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলেন।

যুবতীকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার

এক বিবাহিত যুবতীকে কুপ্রস্তাব দেওয়া এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে গোঘাটের পাণ্ডুগ্রামের এক তৃণমূল কর্মীকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গঙ্গাধর গোস্বামী। পুলিশের দায়ের করা অভিযোগে ওই যুবতী জানিয়েছেন, গঙ্গাধর বেশ কিছু দিন ধরেই তাঁকে উত্ত্যক্ত করছিলেন। রাতে জানালার ধারে দাঁড়িয়ে কুপ্রস্তাব দিতেন। গত মঙ্গলবার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে গঙ্গাধর জোর করে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। বুধবার যুবতী এই অভিযোগ দায়ের করেন। তার পরেই থেকেই গঙ্গাধর পালিয়ে বেড়াচ্ছিলেন বলে পুলিশ জানায়। পুলিশের কাছে গঙ্গাধর দাবি করেছেন, পারিবারিক বিবাদের জেরে মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে। একই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE