Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

চন্দননগরের রামমোহন রায় সেবা প্রতিষ্ঠানের স্থায়ী ভবনের দ্বারোদঘাটন হল গত ৯ নভেম্বর। নাম দেওয়া হয়েছে সুষমা চক্রবর্তী ভবন। স্বেচ্ছ্বাসেবী প্রতিষ্ঠানটির সম্পাদক কমলেশ ভৌমিক জানান, ওই দিন বিকেলে এক অনুষ্ঠানে ভবনের দ্বারোদঘাটন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সর্বভারতীয় সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০১:০৩
Share: Save:

দ্বারোদঘাটন

নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

চন্দননগরের রামমোহন রায় সেবা প্রতিষ্ঠানের স্থায়ী ভবনের দ্বারোদঘাটন হল গত ৯ নভেম্বর। নাম দেওয়া হয়েছে সুষমা চক্রবর্তী ভবন। স্বেচ্ছ্বাসেবী প্রতিষ্ঠানটির সম্পাদক কমলেশ ভৌমিক জানান, ওই দিন বিকেলে এক অনুষ্ঠানে ভবনের দ্বারোদঘাটন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সর্বভারতীয় সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জন। সপ্তাহে তিন দিন দরিদ্রদের নিখরচায় চিকিত্‌সা করা হয় এই প্রতিষ্ঠানে।

লরির ধাক্কায় যুবকের মৃত্যু

লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। সোমবার সন্ধ্যায় খানাকুলের রামপ্রসাদ বাজার থেকে কেনাকাটা করে ফেরার পথে মানিকচন্দ্র মণ্ডল নামে (৩৮) ঘোষপুরের বাসিন্দা ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ জানায়, ওই যুবক রাজমিস্ত্রির কাজ করতেন। লরিটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।

উদ্ধার ‘অপহৃত’ বধূ আরামবাগে

চলতি মাসের গোড়ায় ‘অপহৃত’ এক বধূকে মঙ্গলবার ভোরে আরামবাগ স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের পাঁড়েরঘাট এলাকার বাসিন্দা ওই বধূ গত ৬ নভেম্বর বাজার করতে বেরিয়ে আর ফেরেননি। তাঁর স্বামী প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। বধূকে উদ্ধার করলেও পুলিশ অভিযুক্তের নাগাল পায়ি। তাঁর খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

পর্যটনের প্রসারে

পর্যটক টানতে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির এবং গাজি দরগা সাজানোর কাজ শুরু হল। সপ্তগ্রাম কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তপনবাবু জানান, এ জন্য ৩ কোটি ৫১ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। কার্তিক পুজোর জন্য কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে। পুজো মিটলেই কাজে গতি আসবে।

নাট্য উত্‌সব

আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর আরামবাগের রবীন্দ্রভবনে তথ্য-সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত হবে ‘অন্তর্বঙ্গ নাট্য উত্‌সব’। সাতটি দল সাতটি নাটক মঞ্চস্থ করবে। সাধারণের প্রবেশ অবাধ। প্রথম দিন বিকেল ৫টায়, বাকি দিনগুলিতে সন্ধ্যা ৬টায় নাটক শুরু হবে। ১৮ এবং ২০ ডিসেম্বর দু’টি করে নাটক মঞ্চস্থ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE