Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তার প্রতিবেশীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। ধৃত দীননাথ সিংহের বাড়ি শ্রীরামপুর নয়াবস্তি এলাকায়। মেয়েটি অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে। গত ১৬ মে সকালে তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বস্ত্র ব্যবসায়ী ওই প্রৌঢ় ধর্ষণ করেন বলে অভিযোগ। এই মর্মে মেয়েটির বাবা থানায় এফআইআর করেন। তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়। সে আদালতে গোপন জবানবন্দিও দেয়। থানা সূত্রের খবর, ঘটনার পর দীননাথ পলাতক ছিলেন।

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০১:৩৩
Share: Save:

শিশু-ধর্ষণে ধৃত পড়শি

নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তার প্রতিবেশীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। ধৃত দীননাথ সিংহের বাড়ি শ্রীরামপুর নয়াবস্তি এলাকায়। মেয়েটি অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে। গত ১৬ মে সকালে তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বস্ত্র ব্যবসায়ী ওই প্রৌঢ় ধর্ষণ করেন বলে অভিযোগ। এই মর্মে মেয়েটির বাবা থানায় এফআইআর করেন। তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়। সে আদালতে গোপন জবানবন্দিও দেয়। থানা সূত্রের খবর, ঘটনার পর দীননাথ পলাতক ছিলেন। তাঁর খোঁজে পুলিশ উত্তর প্রদেশ, বিহার-সহ নানা জায়গায় তল্লাশি চালায়। শেষ পর্যন্ত সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে পুলিশ তাঁকে ধরে। এ দিন শ্রীরামপুর আদালতে তোলা হলে ধৃতকে ৩ দিন পুলিশ হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, মেয়েটির ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের প্রমাণ মিলেছে। সোমবার ধৃতকে চুঁচুড়ার বিশেষ আদালতে তোলা হবে।

ডোমজুড়ে পাট্টা বিলি

নিজস্ব সংবাদদাতা • ডোমজুড়

‘ভূমি সপ্তাহ’ পালন করল ডোমজুড় ব্লক প্রশাসন। শুক্রবার বিকেলে ডোমজুড় পঞ্চায়েত সমিতির সেমিনার হলে এই উপলক্ষে ১৬ জনকে পাট্টা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি করবী ধূল, বিডিও তমোঘ্ন কর, পঞ্চায়েত সমিতির সভাপতি বর্ণালি ঘোষ প্রমুখ। ডোমজুড় পঞ্চায়েত সমিতির ভূমি কমাধ্যক্ষ সজল ঘোষ বলেন, “নারনা পঞ্চায়েত এলাকার ১৫ জন ও দক্ষিণ ঝাঁপড়দহ পঞ্চায়েত এলাকার ১ জনকে পাট্টা দেওয়া হয়।”

দুর্ঘটনায় মৃত প্রৌঢ়

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের মাধবডিহি থানার কুলডাঙ্গায় ওই দুর্ঘটনায় মৃতের নাম অনিদাপ্রসাদ ধাবক (৫২)। তাঁর বাড়ি রামচন্দ্রপুর গ্রাম। তিনি বুলচন্দ্রপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরামবাগমুখী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। পরে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়।

দুর্ঘটনায় জখম ৫

নিজস্ব সংবাদদাতা • মগরা

বাসের সঙ্গে ধাক্কায় চালক-সহ একটি গাড়ির পাঁচ আরোহী জখম হলেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির মগরার কুন্তিঘাট বাসস্ট্যান্ডের কাছে অসম লিঙ্ক রোডে। গাড়িটি চুঁচুড়ার দিক থেকে বলাগড়ের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টা নাগাদ উল্টোদিক থেকে আসা বলাগড়-চুঁচুড়া রুটের বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম গাড়ির চালককে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। ৪ জনকে নিয়ে যাওয়া হয় ত্রিবেণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

সশস্ত্র দুই দুষ্কৃতী ধৃত

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই সশস্ত্র দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে আরামবাগের গড়বাড়ি মাঠ থেকে গ্রেফতার করল পুলিশ। তবে পালিয়ে যায় তাদের চার সঙ্গী। পুলিশ জানায়, নাম কবির হোসেন এবং তপন পাল। কবিরের বাড়ি তারকেশ্বরের স্টেশন পাড়া এলাকায়, তপন তারকেশ্বরেই মন্দিরপাড়ার বাসিন্দা। তাদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র এবং একটি বড় সাঁড়াশি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, মুথাডাঙ্গায় একটি ব্যাঙ্কে ডাকাতির উদ্দেশে ছ’জন জড়ো হয়েছিল বলে জেরায় তারা কবুল করেছে। শুক্রবার ধৃতদের আরামবাগ আদালতে হাজির করানোর পরে বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। বাকী দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


শীত পড়তেই ব্যস্ত ধুনুরি। হুগলির পুরশুড়ার সোদপুরে মোহন দাসের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE