Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ছাত্রী খুনের প্রতিবাদ এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে জিরাটের গোপালপুর এলাকার বাসিন্দারা সোমবার প্রতিবাদ মিছিল করলেন। এলাকার কয়েকশো মহিলা ও পুরুষ ওই মিছিলে যোগ দেন। শিশু থেকে কিশোররাও মিছিলে সামিল হয়েছিল। গোপালপুর এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে নিহত ছাত্রীর বাড়ির কাছে গিয়ে মিছিল শেষ হয়। এ ছাড়া ডিএসও-র পক্ষ থেকেও এই একই দাবিতে এ দিন জিরাট স্টেশন থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল হয়। সেখানে বিক্ষোভ সভা করেন তাঁরা। এরপর বিক্ষোভকারীরা বলাগড় থানায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেন।

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০১:৫১
Share: Save:

ছাত্রীখুনের প্রতিবাদে মিছিল জিরাটে
নিজস্ব সংবাদদাতা • জিরাট

ছাত্রী খুনের প্রতিবাদ এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে জিরাটের গোপালপুর এলাকার বাসিন্দারা সোমবার প্রতিবাদ মিছিল করলেন। এলাকার কয়েকশো মহিলা ও পুরুষ ওই মিছিলে যোগ দেন। শিশু থেকে কিশোররাও মিছিলে সামিল হয়েছিল। গোপালপুর এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে নিহত ছাত্রীর বাড়ির কাছে গিয়ে মিছিল শেষ হয়। এ ছাড়া ডিএসও-র পক্ষ থেকেও এই একই দাবিতে এ দিন জিরাট স্টেশন থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল হয়। সেখানে বিক্ষোভ সভা করেন তাঁরা। এরপর বিক্ষোভকারীরা বলাগড় থানায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেন।

পুকুরে উদ্ধার মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • আমতা

পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আমতার খড়িয়প জাগলগড় এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বছর তিরিশের ওই মহিলার দেহটি অন্তত তিনদিন আগে থেকে পুকুরে ছিল। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

যুবক নিখোঁজ গঙ্গায়

স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের সুরকি ঘাটে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম অমর প্রধান। বাড়ি স্থানীয় খটিরবাজার এলাকায়। তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী। তল্লাশি চালিয়েও রাত পর্যন্ত ওই যুবকের খোঁঁজ মেলেনি। বছর চব্বিশের ওই যুবক এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নামেন। খুব ভাল সাঁতার জানতেন না অমর। হঠাৎই স্রোতের টানে ভেসে যান। স্থানীয় লোকজন তল্লাশি শুরু করেন। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশের চেষ্টা সত্ত্বেও কলকাতা থেকে ডুবুরি আনানো যায়নি। কাউন্সিলর তাপস মিত্র বলেন, ‘‘সন্ধ্যা পর্যন্ত নৌকা নিয়ে ওই যুবকের খোঁঁজে তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি। মঙ্গলবার ফের ডুবুরি নামিয়ে তল্লাশি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE