Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অভিযুক্ত স্বাস্থ্যকর্তাকে জেরা পুলিশের

আর্থিক তছরুপে অভিযুক্ত সাঁকরাইলের ব্লক স্বাস্থ্য আধিকারিক ((বিএমওএইচ) ঋতু রায়কে বৃহস্পতিবার জেরা করা হল। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ঋতুদেবীকে কয়েক দফায় জেরা করা হয়। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা
সাঁকরাইল শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ০২:৩১
Share: Save:

আর্থিক তছরুপে অভিযুক্ত সাঁকরাইলের ব্লক স্বাস্থ্য আধিকারিক ((বিএমওএইচ) ঋতু রায়কে বৃহস্পতিবার জেরা করা হল। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ঋতুদেবীকে কয়েক দফায় জেরা করা হয়। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি।

বুধবার হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস ঋতুদেবী এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্রের লোয়ার ডিভিশন ক্লার্ক গৌতম ঘোষের বিরুদ্ধে কয়েক বছর ধরে হাওড়া ট্রেজারি দফতর থেকে নিয়ম বহির্ভূত ভাবে বহু লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ দায়ের করেন। ঋতুদেবী ২০০৯ সাল থেকে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য আধিকারিকের পদে রয়েছেন। লোয়ার ডিভিশন ক্লার্ক গৌতম ঘোষও দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে কাজ করছেন। গৌতমবাবু এক মহিলাকে মারধরের অভিযোগে আগেই পুলিশের হেফাজতে ছিলেন। ঋতুদেবীকে ধরতে না পারলেও ওই দিন রাত ১২টার পরে সরকারপাড়ায় গৌতমবাবুর বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

সাঁকরাইল থানা সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী অফিসারেরা গৌতমবাবুকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে তল্লাশি চালান। ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police ritu roy sankrail money southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE