Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাসন্তী হাইওয়ের খালে পুলিশ-বাস

বারবার বাস এবং অন্যান্য গাড়ি উল্টে পড়ায় ইদানীং দফায় দফায় শিরোনামে উঠে আসছিল বাসন্তী হাইওয়ে। রবিবার রাতে ওই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কলকাতার পুলিশের সশস্ত্র বাহিনীর একটি ছোট বাস। আড়ুপোতার কাছে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। হাসপাতালে ভর্তি আছেন তিন জন। তাঁদের মধ্যে এক জনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউয়ে রাখা হয়েছে।

তোলা হচ্ছে উল্টে পড়া বাস। আড়ুপোতার কাছে বাসন্তী হাইওয়েতে। নিজস্ব চিত্র

তোলা হচ্ছে উল্টে পড়া বাস। আড়ুপোতার কাছে বাসন্তী হাইওয়েতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০২:২৯
Share: Save:

বারবার বাস এবং অন্যান্য গাড়ি উল্টে পড়ায় ইদানীং দফায় দফায় শিরোনামে উঠে আসছিল বাসন্তী হাইওয়ে। রবিবার রাতে ওই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কলকাতার পুলিশের সশস্ত্র বাহিনীর একটি ছোট বাস। আড়ুপোতার কাছে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। হাসপাতালে ভর্তি আছেন তিন জন। তাঁদের মধ্যে এক জনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউয়ে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, পরের পর দুর্ঘটনা ঘটা সত্ত্বেও এত দিন পুলিশ-প্রশাসনের তরফে হেলদোল দেখা যায়নি। এ বার তো পুলিশের লোকজনই দুর্ঘটনায় পড়লেন। এর পরে কি প্রশাসনের হুঁশ ফিরবে?

পুলিশ জানায়, সল্টলেকে সশস্ত্র বাহিনীর সদর দফতর থেকে জনা তিরিশ পুলিশকমী নিয়ে বাসটি রওনা দিয়েছিল। বিভিন্ন ফাঁড়িতে কর্মী নামাতে নামাতে সেটি এগোচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব জোরে দৌড়তে দৌড়তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আড়ুপোতা সেতুর দেওয়ালে ধাক্কা মারে। কংক্রিটের দেওয়াল ভেঙে সেটি পড়ে যায় খালে। বিকট শব্দে এলাকার বাসিন্দারা ছুটে যান। কিন্তু বাসটি জলে যাওয়ায় যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়। প্রগতি ময়দান ও আনন্দপুর থানার পুলিশ চলে আসে। পৌঁছে যান পুলিশকর্তারাও। প্রথমে একটি ছোট ক্রেন এসে বাসটিকে কিছুটা তুলে ধরে। বিপর্যয় মোকাবিলী বাহিনীর লোকজন বাসের জানলার গ্রিল বাঁকিয়ে আটকে পড়া পুলিশকর্মীদের একে একে উদ্ধার করেন। দুর্ঘটনাগ্রস্ত পুলিশকর্মীদের রাইফেলও খুঁজেপেতে তুলে আনা হয়। চালক-সহ আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার পরে বড় ক্রেন এসে বাসটিকে তোলে।

রাতে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওখানে সড়কের ধারে বাতিস্তম্ভ আছে, কিন্তু আলো জ্বলছে না। পুলিশও জানায়, অন্ধকারে ওই বাঁকটি ভীষণ বিপজ্জনক। ওখানে আগেও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বহু যানবাহন। ঘটেছে প্রাণহানিও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ দিন পুলিশের বাস খালে পড়ে যাওয়ায় প্রশাসনের তরফে যে-তৎপরতা দেখা গেল, সাধারণ গাড়ির দুর্ঘটনার ক্ষেত্রে সেটা সচরাচর দেখা যায় না। বারবার প্রাণহানি সত্ত্বেও দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হয়নি। এক পুলিশকর্তা জানান, এ দিনের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

basanti highway accident arupota police bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE