Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জগদ্দলে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলের মণ্ডলপাড়ায়। পুলিশ জানিয়েছে, সোনা বড়ুয়া (৩০) নামে ওই যুবক এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত ছিল। অভিযোগ, বছরখানেক আগে সে স্ত্রীকে গলা টিপে খুন করে।

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:২৪
Share: Save:

গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলের মণ্ডলপাড়ায়। পুলিশ জানিয়েছে, সোনা বড়ুয়া (৩০) নামে ওই যুবক এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত ছিল। অভিযোগ, বছরখানেক আগে সে স্ত্রীকে গলা টিপে খুন করে। মাসখানেক জেলেও ছিল। এ দিন রাত ২টো নাগাদ নিজের বাড়ি দখলের জন্য আগ্নেয়াস্ত্র-সহ দুই সঙ্গীকে নিয়ে সোনা এলাকায় ঢোকে। সোনার বাড়িতে আলো জ্বালা দেখে পাড়ার লোকেদের সন্দেহ হয়। বাসিন্দারা খোঁজ নিতে গেলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাড়ার লোকেদের দিকে সে তেড়ে যায় বলে অভিযোগ। এরপরেই বাসিন্দারা তাকে তাড়া করে। সুযোগ বুঝে সোনার দুই সঙ্গী পালায়। সোনাকে ধরে গাছে বেঁধে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Young Man Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE