Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

রহস্যজনক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, বুধবার রাতে নরেশ কুমার (৩০) নামে ওই যুবককে আহত অবস্থায় ডায়মন্ড হারবার লোকাল থেকে উদ্ধার করা হয়। নরেশের কাছে তাঁর মোবাইল এবং মানি ব্যাগ মিলেছে। ট্রেনটি শিয়ালদহে পৌঁছলে কিছু যাত্রী রেল পুলিশকে যুবকের পড়ে থাকার খবর দেন।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০১:৫৮
Share: Save:

লোকাল ট্রেনে উদ্ধার আহত যুবক, পরে মৃত্যু

রহস্যজনক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, বুধবার রাতে নরেশ কুমার (৩০) নামে ওই যুবককে আহত অবস্থায় ডায়মন্ড হারবার লোকাল থেকে উদ্ধার করা হয়। নরেশের কাছে তাঁর মোবাইল এবং মানি ব্যাগ মিলেছে। ট্রেনটি শিয়ালদহে পৌঁছলে কিছু যাত্রী রেল পুলিশকে যুবকের পড়ে থাকার খবর দেন। বি আর সিংহ হাসপাতালে নরেশকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, বছর সাতেক আগে দিল্লি থেকে এসে নিউ মার্কেট এলাকায় থাকতে শুরু করেন নরেশ। তিনি একটি হোটেলে শেফ ছিলেন। তাঁর বাবা-মা দিল্লিতে থাকেন। পুলিশের অনুমান, ট্রেনের দরজা থেকে মুখ বার করতে গিয়ে তাঁর আঘাত লাগে। বৃহস্পতিবার অবশ্য নরেশের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে।

জমি নিয়ে মারামারি, আহত ৪

একটি জমির দখলকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হলেন চার জন। বুধবার বিকেলে হাড়োয়ার কুলগাছি গ্রামের ওই ঘটনায় সিপিএমের বাবুরাম মণ্ডল, স্বপন মণ্ডল-সহ চার জনকে হাড়োয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। যদিও তৃণমূলের বক্তব্য, জমির দখল নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষই থানায় মারধরের অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

জামিন অভিযুক্তের

বারাসতে দুই সিভিক পুলিশকর্মীকে মারধরের ঘটনায় জামিন পেলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক। বুধবার রাতেই বারাসত থানা থেকে জামিন নেন তিনি। পুলিশ জানায়, ওই দিন দুপুরে কলোনি মোড়ে অরুণবাবুর দাঁড়িয়ে থাকা গাড়ি সরাতে বলেন সিভিক পুলিশ আকাশ মুখোপাধ্যায়। অভিযোগ, তখন আকাশকে এবং অপর এক সিভিক পুলিশকর্মী পার্থ রায়কে মারধর করেন অরুণবাবু। এর প্রতিবাদে বৃহস্পতিবার বারাসতে একটি মিছিল বার করে বিজেপি।

দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ার। বৃহস্পতিবার, বাসন্তী হাইওয়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ দিনই কালীঘাট থানা এলাকার হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হাজরা রোড মোড়ে একটি গাড়ি এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে ধাক্কা মারে। তিনি হাসপাতালে ভর্তি। গাড়িটিকে আটক করেছে পুলিশ।

একা একা করি খেলা। বনগাঁয় নির্মাল্য প্রামাণিকের তোলা ছবি।

চাষের কাজ চলছে বসিরহাটের গ্রামে। নির্মল বসুর তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE