Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

সিভিক পুলিশের উদ্যোগে শিশুপুত্রকে ফিরে পেলেন বাবা-মা। রবিবার সকালে ক্যানিং স্টেশন চত্বরে কৃষ্ণা সিংহ নামে এক শিশুকে একা একা ঘুরতে দেখেন ক্যানিং থানার কর্তব্যরত সিভিক পুলিশ রেজাউল মণ্ডল, ইন্দ্রজিৎ অধিকারী, সম্রাট মণ্ডল ও মাহাবুদুল হাসান মোল্লা।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ০০:৪৯
Share: Save:

সিভিক পুলিশের উদ্যোগে ক্যানিংয়ে উদ্ধার হল শিশু

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

সিভিক পুলিশের উদ্যোগে শিশুপুত্রকে ফিরে পেলেন বাবা-মা। রবিবার সকালে ক্যানিং স্টেশন চত্বরে কৃষ্ণা সিংহ নামে এক শিশুকে একা একা ঘুরতে দেখেন ক্যানিং থানার কর্তব্যরত সিভিক পুলিশ রেজাউল মণ্ডল, ইন্দ্রজিৎ অধিকারী, সম্রাট মণ্ডল ও মাহাবুদুল হাসান মোল্লা। শিশুটিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করলেও কিছুই বলতে পারেনি সে। তারা শিশুটিকে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে তার বাবা-মা তাকে থানা থেকে নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি বাসন্তীর হাড়ভাঙি গ্রামে। ক্যানিংয়ের মমতাপল্লিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল সে। শিশুটির মা মণিকা সিংহ বলেন, ক্যানিংয়ের মমতাপল্লিতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। কখন যে ও খেলতে খেলতে বাইরে চলে গিয়েছে, খেয়ালই করিনি। বাড়িতে ছেলেকে না পেয়ে যখন খোঁজাখুঁজি করতে শুরু করি, স্টেশনের লোকজন জানায়, পুলিশ একটি শিশুকে থানায় নিয়ে গিয়েছে। থানায় এসে ওকে দেখতে পাই।” সিভিক পুলিশের ওই কাজকে সাধুবাদ জানিয়ে মণিকাদেবী বলেন, ওরা না থাকলে হয়তো ছেলেকে ফিরে পেতাম না। সিভিক পুলিশের এই কাজের প্রশংসা করেছেন ক্যানিং থানার ওসি সতীনাথ চট্টরাজও। আর ওই পুলিশকর্মীরা বলছেন, “শিশুটিকে বাবা-মায়ের হাতে তুলে দিতে পেরে ভাল লাগছে।

গ্রেফতার দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা • অশোকনগর

গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে গেল অশোকনগরের ত্রাস সূরজ দে। শনিবার রাতে গুমা বাজার এলাকা থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে ২২ কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকনগর-কল্যাণগড় এলাকায় কুখ্যাত দুষ্কৃতী ছিল সূরজ। তার বিরুদ্ধে তোলাবাজি, মারধর, ডাকাতির অনেক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, এত দিন শাসক দলের নেতাদের একাংশের ছত্রছায়াতেই ছিল সূরজ। আর এক কুখ্যাত দুষ্কৃতী ছুঁচো গোপালের সহকারী হিসেবে এলাকায় পরিচিত ছিল। তবে সাম্প্রতিক অতীতে প্রকাশ্যে কোনও অপরাধমূলক কাজকর্ম করতে তাকে দেখা যায়নি বলে দাবি বাসিন্দাদের। বেশ কিছু দিন এলাকার বাইরে ছিল সে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি একটি খুনে অভিযুক্ত তিন দুষ্কৃতীকে দমদম সেন্ট্রাল জেল থেকে অশোকনগর পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। তাদের জেরা করেই এলাকায় অপরাধমূলক কাজকর্ম সম্পর্কে বেশ কিছু তথ্য পায় তারা। তারই ভিত্তিতে সূরজকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকলেও নিজের ভাবমূর্তি ঠিক করতে কয়েক বছর ধরে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেকারি পট্টিতে বড় করে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিল সে। দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণও করত।

তৃণমূল কর্মী খুন বনগাঁয়

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক তৃণমূল কর্মী। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁর ২২ নম্বর ওয়ার্ডের বক্সিপল্লি এলাকায়। পুলিশ জানায়, নিহতের নাম বিন্দু বক্সি (৫৮)। তাঁকে দলের সক্রিয় কর্মী বলে দাবি করে বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “রাজনৈতিক কারণেই বিজেপির লোকজন বিন্দুবাবুকে খুন করেছে।” অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন রাত ৮টা নাগাদ বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বেরিয়েছিলেন বিন্দুবাবু। যশোহর রোডের পাশে একটি চায়ের দোকানে বাইক থামিয়ে দাঁড়ান তিনি। সে সময়ে মোটর বাইক নিয়ে কয়েক জন দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই মারা যান ওই তৃণমূল কর্মী। তাদের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা কেডি বিশ্বাস বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন।” পুলিশ জানিয়েছে, প্রায় প্রতিদিনই ওই দোকানে সন্ধের দিকে তাস খেলতে আসতেন বিন্দুবাবু। সে খবর ছিল দুষ্কৃতীদের কাছে। ভিড়ে ঠাসা এলাকায় সকলের সামনেই তাঁকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি কার্যত বিনা বাধায় এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

হল থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢোকার অভিযোগে হল থেকে বহিষ্কার করা হল দুই পরীক্ষার্থীকে। রবিবার খাদ্য দফতরের একটি নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ছিল। বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ে আসন পড়েছিল অনেকের। মহকুমা প্রশাসন ও কলেজ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর ও মিনাখাঁর আমুদপুরের বাসিন্দা দুই পরীক্ষার্থী লুকিয়ে মোবাইল নিয়ে হলে ঢুকেছিল। পরীক্ষা চলাকালীন এসএমএসের মাধ্যমে তারা প্রশ্নের উত্তর আদান-প্রদান করছিল বলে অভিযোগ। ঘণ্টা খানেক পরীক্ষা চলার পরে তাদের হাতেনাতে ধরে ফেলেন এক শিক্ষক। পরীক্ষা হল থেকে বহিষ্কার করা হয়। পরীক্ষা শেষ হওয়া অবধি অন্য একটি ঘরে আটকে রাখা হয় তাদের।

দুর্ঘটনায় জখম ২০

নিজস্ব সংবাদদাতা • ঢোলাহাট

যাত্রীবোঝাই একটি বাস উল্টে নয়ানজুলিতে পড়ে গিয়ে আহত হলেন মহিলা ও শিশু-সহ প্রায় কুড়ি জন যাত্রী। রবিবার সকালে ঢোলাহাটের জুমাইলস্কর-লক্ষ্মীকান্তপুর রোডের উপর জগদীশপুর বাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। তাদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। ৮৯ নম্বর রুটের ওই বাসটু জুমাইলস্কর থেকে লক্ষ্মীকান্তপুর আসছিল। জগদীশপুর মোড়ের কাছে একটি নয়ানজুলিতে পড়ে যায়। পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটিতেই এই ঘটনা।

হামলার ঘটনায় ধৃত চোলাই কারবারি

নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া

চোলাই মদের ভাটি উচ্ছেদ নিয়ে বাদুড়িয়ার বাগজোলা গ্রামে সাংবাদিক এবং গ্রামবাসীদের উপরে হামলার ঘটনায় জীবন কাহার নামে এক চোলাই বিক্রেতাকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। শনিবার রাতে তাকে ধরে দু’শো লিটার মদও আটক করা হয়েছে বলে জানান তদন্তকারী অফিসারেরা।

ধর্ষণে ধৃত

এক মহিলাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। রবিবার সকালে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে চিতুলিয়া গ্রাম থেকে অমিত বিশ্বাস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

সবিস্তার জানতে ক্লিক করুন।

জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিল মনসাদ্বীপের

রামকৃষ্ণ মিশন আশ্রম। গত ১৩ তারিখ এবং তার পরের কয়েকটি দিনে নদীবাঁধ ভেঙে এখনও প্লাবিত

দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ গৃহহারা। নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের কয়েক হাজার

ক্ষতিগ্রস্ত মানুষকে শুকনো খাবার ও রান্না করা খাবার দেওয়া হয়েছে বলে মিশনের তরফে জানিয়েছেন

স্বামী দুর্গাত্মানন্দ। সাগর ব্লকের মুড়িগঙ্গা ও সুমতিনগর এলাকাতেও কয়েক হাজার মানুষের

কাছে কত কয়েক দিন খাবার সরবরাহ করেছেন তাঁরা। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE