Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

মোটা টাকার কাজ পাইয়ে দেওয়ার নাম করে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেছিল একটি চক্র। ওই ‘কাজ’-এর পিছনে ছিল দেহব্যবসার ইঙ্গিত। হাসনাবাদ থানার পুলিশের তৎপরতায় ওই চক্রের এক পাণ্ডা-সহ তিন জন গ্রেফতার হয়েছে।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০১:১০
Share: Save:

কাজের টোপ দিয়ে প্রতারণা, ধৃত ৩ জন

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

মোটা টাকার কাজ পাইয়ে দেওয়ার নাম করে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেছিল একটি চক্র। ওই ‘কাজ’-এর পিছনে ছিল দেহব্যবসার ইঙ্গিত। হাসনাবাদ থানার পুলিশের তৎপরতায় ওই চক্রের এক পাণ্ডা-সহ তিন জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসনাবাদের ভেবিয়া গ্রামের বাসিন্দা দেবজ্যোতি অধিকারী ওরফে বাবুসোনা, অশোক কর্মকার ওরফে বাবাই এবং শ্যামসুন্দর মণ্ডলকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রতারণা চক্রের বাকিদের খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রতারণা অভিযোগ আসে পুলিশের কাছে। তদন্ত নেমে হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তী জানতে পারেন, ওই চক্রটি নানা ভাবে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ছেলেমেয়েদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে সরে পড়ছে। কয়েক দিন আগে বেহালার বাসিন্দা তৃতীয় বর্ষের এক ছাত্র প্রতারকদের খপ্পরে পড়ে কয়েক হাজার টাকা খোওয়ায়। পুলিশ জানায়, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল ‘কল বয়’ হলে মাসে ১৫-৩৫ হাজার টাকা উপার্জন করা যাবে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারকদের দলে বেশ কয়েক জন মহিলাও আছে। কেউ বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে তাকে রেজিস্ট্রেশন এবং ডাক্তারি পরীক্ষার খরচ বাবদ বিশেষ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলা হত। ওই টাকা গায়েব করে দিত প্রতারকেরা। পুলিশ প্রথমে ভেবিয়া থেকে শ্যামসুন্দরকে ধরে। পরে বাকিরা গ্রেফতার হয়।

ট্রাক চালককে ধরতে হয়রান পুলিশ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

পাঁচটি থানা, দু’টি ক্যাম্পের পুলিশকে ঘোল খাইয়ে এক পুলিশ কর্মীকে জখম করে পালাল ইট বোঝাই একটি ট্রাক। পরে ট্রাকটি আটক করে খইরুল মোল্লা নামে ট্রাক চালককে বাড়ি থেকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার শাসনের পুলিশ। ওই ট্রাকটির ধাক্কায় জখম মৃত্যুঞ্জয় রাজবংশী নামে গোলাবাড়ি পুলিশ ক্যাম্পের এক এএসআইকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাদুড়িয়া থেকে ইট বোঝাই একটি ট্রাক বেলিয়াঘাটা থেকে রাজারহাট রাস্তা ধরে কলকাতার দিকে যাচ্ছিল। রাত ১০টা নাগাদ শাসনের বেলিয়াঘাটার কাঁচকল এলাকায় প্রথমে সেটি রাস্তায় রাখা ব্যারিকেডে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে সেখানকার পুলিশ শাসন থানায় খবরটি জানিয়ে দেয়। আমিনপুর মোড় থেকে ট্রাকটি রাজারহাটের দিকে না গিয়ে গোলাবাড়ির পথ ধরে। পুলিশ গাড়ি দিয়ে পথ আটকালে ট্রাক গাড়িকে ধাক্কা মেরে চলে যায়। মৃত্যুঞ্জয়বাবু জখম হন। এরপরেই টাকি রোড ধরে বারাসতের চাঁপাডালি মোড়ে এসে যশোহর রোড ধরে বনগাঁর দিকে বাঁক নেয় ট্রাকটি। যশোহর রোডের উপরে বাঁশকল ফেলে ট্রাকটিকে আটকাবার চেষ্টা করে পুলিশ। কিন্তু বাঁশকলটি উড়িয়ে দিয়ে মর্জি মতো চলতে থাকে ট্রাক। অশোকনগর থানার পুলিশও ট্রাকটিকে আটকাতে পারে না। সেই সময় বনগাঁগামী একটি ট্রেনের জন্য হাবরায় রেলগেট পড়ে গেলে ট্রাকটি ফেলে চম্পট দেয় চালক।

পর পর চুরি বাদুড়িয়ায়

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

ওষুধ স্প্রে করে বাড়ির লোকজনে ঘুম পাড়িয়ে চুরি হয়ে গেল কয়েক লক্ষ টাকার গয়না। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার কাটিয়াহাট ঘোষপাড়ার ব্যবসায়ী কানাইলাল ঘোষের বাড়িতে। তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। দিন কয়েকের মধ্যে ওই পাড়ারই বামন ঘোষের বাড়ি থেকে নগদ কয়েক হাজার টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। রামপ্রসাদ মণ্ডল, উত্তম ঘোষের বাড়িতেও হানা দেয় তারা। গ্রামবাসীদের অভিযোগ, কাটিয়াহাট বাজারে পুলিশ চৌকি থাকা সত্ত্বেও প্রায়ই রাতে এলাকার কোনও না কোনও বাড়িতে চুরির ঘটনা ঘটছে। অথচ পুলিশ কাউকে ধরতে পারছে না। অন্য দিকে, মন্দিরে চুরির ঘটনা ঘটছে সন্দেশখালি ১ ব্লকের মঠবাড়ি গ্রামে গত মঙ্গলবার রাতে দুর্গা এবং গিরিধারী মন্দিরের গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে লুঠপাট চালিয়ে পালায়। আগেও দু’বার ওই মন্দিরে চুরি হয়েছে। কোনও ঘটনারই কিনারা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

অর্থলগ্নি সংস্থার এজেন্টের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

বন্ধ অথর্লগ্নি সংস্থার এক এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানায়, ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ওই যুবকের নাম নন্দ মজুমদার (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দবাবু বছর দু’য়েক ধরে দর্জির কাজের পাশাপাশি একটি অথর্লগ্নি সংস্থার এজেন্টের কাজ করছিলেন। সারদা কাণ্ডের পরে ওই সংস্থার ডায়মন্ড হারবারের অফিসটি বন্ধ হয়ে যায়। তারপর থেকেই আমানতকারীরা টাকা ফেরত চেয়ে নন্দবাবুর উপরে চাপাচাপি দিচ্ছিলেন। কয়েক মাস ধরে বাড়িতে মনমরা হয়ে বসে থাকতেন নন্দবাবু। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর দিদি মীরা হালদার ঘরে ঢুকে দেখেন, গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ভাইয়ের দেহ ঝুলছে। নন্দকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত

স্ত্রীকে খুন করে বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে বাগদা থানার পুলিশ শুক্রবার সকালে স্থানীয় করঙ্গ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হারান ঘোষ। বাঁধের কাজের সূচনা। বাঁধের কাজের উদ্বোধন করলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি এবং বসিরহাট উত্তরের বিধায়ক এটিএম আব্দুল্লা রনি। বৃহস্পতিবার বিকেলে বসিরহাট ২ ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের ধোপাবেড়ায়া গ্রামে রাজ্য সরকারের দেওয়া ১০ লক্ষ টাকায় বিদ্যাধরী নদীর বাঁধের কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে এক সময়ে হাট-বাজার ছিল। ধীরে ধীরে সে সব বিদ্যাধরী নদীর গর্ভে চলে গিয়েছে। বাঁধ মেরামতি না হওয়ায় প্রায় প্রতি বর্ষায় স্থানীয় বাসিন্দাদের নোনা জলে ভাসতে হয়। একই সঙ্গে বাঁধের ভাঙন বাড়ায় গোটা গ্রামটাই নদীর মধ্যে তলিয়ে যেতে বসেছে। এ দিন বাঁদের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় মানুষ। তবে তাঁদের প্রশ্ন, বর্তমানে বাঁধের যা অবস্থা তাতে সামান্য ১০ লক্ষ টাকায় কতটুক কাজ সম্ভব?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE