Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

স্বামী মাছ বা মাংস কেনার টাকা পাঠিয়েছিলেন। দুপুরে রান্না হল ডাল, আলু সেদ্ধ, ভাত। এই নিয়ে স্বামী-স্ত্রীর বচসায় আগুনে পুড়ে আত্মঘাতী হলেন বধূ। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী এবাউল সর্দারও অগ্নিদগ্ধ হন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সীতারামপুরের সর্দার পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদিনা বিবি (২৩)। অগ্নিদগ্ধ ওই যুবকের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৪
Share: Save:

আগুনে পুড়ে আত্মঘাতী বধূ, জখম হলেন স্বামীও

নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ

স্বামী মাছ বা মাংস কেনার টাকা পাঠিয়েছিলেন। দুপুরে রান্না হল ডাল, আলু সেদ্ধ, ভাত। এই নিয়ে স্বামী-স্ত্রীর বচসায় আগুনে পুড়ে আত্মঘাতী হলেন বধূ। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী এবাউল সর্দারও অগ্নিদগ্ধ হন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সীতারামপুরের সর্দার পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদিনা বিবি (২৩)। অগ্নিদগ্ধ ওই যুবকের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের এবাউল গাড়ি চালান। এ দিন দুপুরে বাড়িতে খেতে এসে কী রান্না হয়েছে স্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। স্ত্রী মদিনার ডাল আলু-ভাতে রাঁধার কথা শুনেই ক্ষেপে যান ওই যুবক। শুরু হয় বচসা। সে সময় আচমকা দেড় বছরের কন্যা সন্তানকে বারান্দায় বসিয়ে রেখে ঘরে ঢুকে মদিনা খিল দিয়ে দেন। বাইরে থেকে স্বামী দরজা খোলার জন্য বহু বার ডাকলেও তিনি শোনেননি। পুলিশ সূত্রের খবর, কেরোসিন তেল গায়ে ঢেলে নিজের গায়ে আগুন দেন মদিনা। দরজা ভাঙতে না পেরে এবাউল আটচাল বেয়ে স্ত্রীকে বাঁচাতে ঘরে ঢোকেন। সে সময়ই স্বামীকেও আঁকড়ে ধরেন ওই বধূ। ধোঁয়া দেখে ও আর্ত চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় মদিন‌া বিবির মৃত্যু হয়। এবাউলের কাকা ইলিয়াস সর্দার জানান, তাঁর ভাইপোর অবস্থা গুরুতর। চিকিৎসা চলছে।

ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার জন স্থানীয় যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকার শিমুলপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিশ্বনাথ দত্ত ওরফে ছোটকা, শুভেন্দু বিশ্বাস, ছট্টু বিশ্বাস ওরফে আলু এবং দিব্যেন্দু মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মেয়েটি বাড়ির কাছে একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিল। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফেরার পথে তাকে অভিযুক্তরা মুখ চেপে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বলে মেয়েটির অভিযোগ। ছট্টু তাকে জোর করে সিঁদুরও পরিয়ে দেয়। নাবালিকা চিৎকার করলে তিন জন পালায়।

ট্রলার উল্টে নিখোঁজ ৩ মৎস্যজীবী

নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ

মোহনায় মাছ ধরে ফেরার সময়ে চরে ধাক্কা খেয়ে উল্টে যায় একটি ট্রলার। এফবি বিজয়লক্ষ্মী নামে ওই ট্রলারে দশ জন মৎস্যজীবীর সাত জনকে উদ্ধার করা গেলেও তিন জনের খোঁজ মেলেনি। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে লুথিয়ান দ্বীপের কাছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মাছ ধরতে যাওয়া অন্যান্য ট্রলারের সঙ্গে এফবি বিজয়লক্ষ্মীও গিয়েছিল মোহনায়। কাকদ্বীপ মৎস্যজীবী কল্যাণ সমিতির সভাপতি বিজন মাইতি বলেন, “ওই ট্রলার ও মৎস্যজীবীদের খোঁজে উদ্ধারকারীরা গিয়েছেন।”

তৃণমূলের প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

পার্টি অফিসে ভাঙচুর ও দলীয় কর্মীদের মারধরের সোমবার প্রতিবাদে বিক্ষোভ-সভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিস আলি। গত মঙ্গলবার হাসনাবাদের পূর্ব কেজুরবেড়িয়া এমসি ইন্সটিটিউশনের ইতিহাসের শিক্ষক সহিদুল ইসলামকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ ওঠে। প্রতিবাদে ছাত্রছাত্রীদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে স্কুলের শিক্ষকদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। কয়েক জন স্থানীয় তৃণমূল কর্মীকে মারধর করে ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে। শিক্ষক সহিদুলের দাবি, তিনি সিপিএমের শিক্ষক সংগঠন করেন বলেই তাঁকে তৃণমূলের কয়েক জন মারধর করে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। কিছু দিন ধরেই শিক্ষকদের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল বলে পরে জানতে পারে পুলিশ।

সোনার বিস্কুট উদ্ধার

সোনার বিস্কুট-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাটের পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এ ছাড়াও একটি মোটর বাইক আটক করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম অসীম সরকার ও সুজিত মণ্ডল। তাদের বাড়ি স্বরূপনগরের গাবর্ডা গ্রামে। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকে ওত পেতে থেকে পুলিশ গ্রেফতার করে দু’জনকে।

সড়ক অবরোধ হাবরায়

বেআইনি অটো চলাচল বন্ধের দাবিতে পথ অবরোধ করে হাবরার রুদ্রপুর বাজারের কাছে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও বাসকর্মীরা। এই ঘটনায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা হাবরা-মগরা রোড বন্ধ ছিল।

বাইক আরোহীর মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর ঘটকপুর রোডে সুন্দিয়ার কাছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উৎপল মাঝি (২৮)। বাড়ি সোনারপুর থানার বিদ্যাধরপুর এলাকায়। এ দিন সকালে বাইকে চেপে দু’জন সোনারপুর থেকে ঘটকপুকুরের দিকে আসছিলেন। বাইকের পিছনে বসেছিলেন উৎপল।

স্বাস্থ্যশিবির বনগাঁ থানায়।

পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য অশোকনগরে মুখোশ তৈরির
কর্মশালার আয়োজন করেছিল একটি সংগঠন। ১৩ সেপ্টেম্বর থেকে দু’দিনের
কর্মশালায় ৬টি স্কুলের ৭৮ জন পড়ুয়া যোগদান করে। পরে ছেলেমেয়েদের
সেগুনের চারা দেওয়া হয় আয়োজকদের তরফে।—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE