Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

সরকারি অফিসার সেজে আর্থিক প্রতারণার দায়ে এক যুবককে গ্রেফতার করা হল। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে। পুলিশ জানিয়েছে, ধৃত উমেশচন্দ্র সরকার নামে ওই সদ্য যুবক বনগাঁর সুভাষপল্লি এলাকার বাসিন্দা।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৪ ০১:০০
Share: Save:

প্রতারণার নালিশ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

সরকারি অফিসার সেজে আর্থিক প্রতারণার দায়ে এক যুবককে গ্রেফতার করা হল। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে। পুলিশ জানিয়েছে, ধৃত উমেশচন্দ্র সরকার নামে ওই সদ্য যুবক বনগাঁর সুভাষপল্লি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি ওষুধের দোকানে গিয়ে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ল্যাবরেটরির কর্মী হিসেবে নিজের পরিচয় দেয় সে। প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন দোকান মালিক। দোকানে তল্লাশি চালানো হবে বলে মালিককে হুমকি দিলে তিনি আরও ভয় পেয়ে যান। অনেক কাকুতি-মিনতি করলে তাঁকে ১ লক্ষ টাকার বিনিময়ে ছাড় দিতে রাজি হয় সে। অগ্রিম ওই যুবককে তিনি ৩ হাজার টাকাও দেন। বাকিটা পর দিন দেওয়ার কথা ছিল। এ দিকে, যুবকটির আচরণে সন্দেহ হওয়ায় দোকান মালিক খোঁজ-খবর শুরু করেন। তখন জানতে পারেন, ওই নামে সংশ্লিষ্ট দফতরে কোনও কর্মীর অস্তিত্বই নেই। এমনকী, এ ধরনের কোনও তল্লাশিও চালানো হচ্ছে না। পর দিন ওই যুবক টাকা নিতে দোকানে এলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

গাইঘাটায় ধৃত ৩ বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতা • গাইগাটা

তিন বাংলাদেশি যুবককে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বেড়িগোপালপুর এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাদশা মাতব্বর, মহম্মদ শাহদাদ হোসেন ও মহম্মদ জাহিদুল। ধৃতেরা বাংলাদেশের মাদারিপুর, বরিশাল ও গাজিপুর জেলার বাসিন্দা। জেরায় তারা পুলিশকে জানিয়েছে, কলকাতা-মুম্বইতে রাজমিস্ত্রির কাজ করে। ছুটিতে দেশে গিয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দালাল ধরে বেড়িগোপালপুর এলাকা দিয়ে ঢুকে বাসে উঠছিল তারা। এলাকার কিছু মানুষ তাদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটকে দেন। পাসপোর্ট দেখতে চাইলেও তারা দেখাতে পারেনি। পরে পুলিশ গিয়ে গ্রেফতার করে সকলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE