Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

অশোকনগরের নাট্য সংস্থা ‘নাট্যমুখ’-এর উদ্যোগে শুরু হচ্ছে নাট্য উৎসব। সার্ধ শতবর্ষে নটী বিনোদিনীকে শ্রদ্ধা জানাতে এ বারের নাট্য উৎসব তাঁর স্মৃতিতে উৎসর্গ করেছেন উদ্যোক্তারা। উৎসবের নামকরণ করা হয়েছে ‘কন্যাকথা’।

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৪ ০২:০১
Share: Save:

নাট্যমুখের উদ্যোগে আজ শুরু নাট্য উৎসব
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর

অশোকনগরের নাট্য সংস্থা ‘নাট্যমুখ’-এর উদ্যোগে শুরু হচ্ছে নাট্য উৎসব। সার্ধ শতবর্ষে নটী বিনোদিনীকে শ্রদ্ধা জানাতে এ বারের নাট্য উৎসব তাঁর স্মৃতিতে উৎসর্গ করেছেন উদ্যোক্তারা। উৎসবের নামকরণ করা হয়েছে ‘কন্যাকথা’। নাট্যসংস্থা সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উৎসব শুরু হচ্ছে কলকাতার গিরিশ মঞ্চে। উদ্বোধন করবেন কবি জয় গোস্বামী। অভি চক্রবর্তীর সম্পাদনায় ও নির্দেশনায় নাটক ‘নেমেসিস’ মঞ্চস্থ হবে।

নেমেসিস নাটকের একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র।

নাটকে সঙ্গীত পরিচালনা করেছেন রূপম ইসলাম। রবিশংকর বলের কাহিনির নাট্যরূপ দিয়েছেন সুদীপ্ত চৌধুরী। ১ নভেম্বর কলকাতার তৃপ্তি মিত্র নাট্যগৃহেও ওই একই নাটক পরিবেশিত হবে। ওই দিন ‘নাট্যমুখ সম্মান’ দেওয়া হবে রবিশংকর বলকে। সংস্থার ওয়েবসাইট চালু করার সঙ্গে সঙ্গে ‘নেমেসিস’ নিয়ে ওয়েব ম্যাগাজিনে বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। নাট্যমুখের নাট্যপত্রের উৎসব সংখ্যাও ওই দিনই প্রকাশিত হওয়ার কথা। সে দিন একটি আলোচনা সভায় বক্তা হিসেবে দেবেশ চট্টোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায়, দ্রোণ আচার্য-সহ অনেকে উপস্থিত থাকবেন।

খুনের চেষ্টার তদন্তে দিল্লি পুলিশ দেগঙ্গায়
​নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

দিল্লির মসজিদের ইমামকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে ধৃত এক যুবককে নিয়ে দেগঙ্গায় এল দিল্লি পুলিশ। যুবকের নাম কামালউদ্দিন মণ্ডল। বাড়ি নুননগর পঞ্চায়েতের রামনাথপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, কামালউদ্দিনের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে দিল্লি পুলিশের তিন জনের একটি দল বুধবার দুপুরে রামনাথপুর গ্রামে আসে। বেলা ২টো থেকে সাড়ে ৪টে পর্যন্ত জিজ্ঞাসাবাদের পরে তারা দিল্লির দিকে রওনা দেয়। যাওয়ার সময়ে দিল্লি পুলিশের পক্ষে বলা হয়, খুনের চেষ্টার অভিযোগে কামালউদ্দিনকে ধরা হয়েছে। কেন সে এমন কাণ্ড করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট স্বরাষ্ট্র দফতরে রিপোট জমা দেওয়া হবে। কামালউদ্দিনের বাবা পেশায় দিনমজুর ইছাহক মণ্ডল এবং মা মাবিয়া বিবির সঙ্গে এ দিন কথা এ দিন কথা হয় পুলিশের। কথা বলা হয় প্রতিবেশীদের সঙ্গেও। ইছাহকের তিন ছেলে এবং তিন মেয়ে। ছেলেদের মধ্যে বড় কামালউদ্দিন। এ দিন শিকলে বাঁধা ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা মবিয়া। তিনি বলেন, “ছেলের মাথার ঠিক নেই। মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারায়। আট বছর আগে কাজের খোঁজে কলকাতায় যায়। সেখান থেকে দিল্লিতে। ওকে আপনারা ছেড়ে দিন।” কেন এমন করলেন? কামালউদ্দিন বলে, “মসজিদে ঢুকতে বাধা দিয়েছিল। তাই রেগে গিয়ে এমন কাণ্ড করে ফেলেছি।

পরিত্যক্ত ট্রাক থেকে উদ্ধার বাবা-ছেলের পচাগলা দেহ
নিজস্ব সংবাদদাতা • উস্তি

ট্রাকের কেবিন থেকে দু’টি পচাগলা দেহ উদ্ধার করল উস্তি থানার পুলিশ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের রাজারহাট মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম লালন পাণ্ডে (৫০) এবং রাহুল পাণ্ডে (২৫)। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা তাঁরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালি একটি ট্রাক ওই মোড়ের কাছে বেশ কিছু দিন ধরে দাঁড়িয়েছিল। পথচলতি মানুষের নাকে কটূ গন্ধ আসে। এ দিন বিকেলে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় ময়না-তদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত লালনই ওই ট্রাকের মালিক ও চালক ছিলেন। তদন্তকারীদের অনুমান, তাঁদের দু’জনকে খুন করা হয়েছে। কিন্তু কী কারণে, কারা খুন করে থাকতে পারে, সে ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে জানাতে পারেননি তাঁরা।

হাবরায় ধর্ষণের অভিযোগে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • হাবরা

আট বছরের নাবালিকাকে বাড়ি থেকে ডেকে ঝোপের মধ্যে গিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গত বুধবার হাবরা থানার গোবরডাঙায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২২ অক্টোবর সন্ধ্যায় গোবরডাঙার বাসিন্দা বছর আটত্রিশের শুভ হালদার ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ধর্ষণের পরে কাউকে কিছু না জানানোর হুমকিও দিয়েছিল মেয়েটিকে। সেই ভয়েই মুখ খোলেনি মেয়েটি। কিন্তু মঙ্গলবার সকালে সে বাড়ির লোকজনকে ঘটনাটি জানায়। ওই রাতেই ওই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

গাইঘাটায় ধৃত ১৮ বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

চোরাপথে দালাল ধরে এ দেশে ঢোকার সময়ে বিএসএফের হাতে পাকাড়াও হল ১৮ জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঝাউডাঙা এলাকায়। বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, জেরায় তারা জানিয়েছে, মুম্বই, দিল্লি-সহ এ দেশের বিভিন্ন রাজ্যে তারা শ্রমিকের কাজ করে। মাথা পিছু এ দেশে ঢুকতে দালালকে দিতে হয়েছে ৮০০-১০০০ টাকা। স্থানীয় বাসিন্দারা জানান, এই ভাবে অনুপ্রবেশের মাধ্যমে জঙ্গি ঢুকে পড়াও অসম্ভব নয়। অথচ সীমান্তে এখনও কড়া নজরদারির অভাব রয়েছে।

বন্ধ সীমান্ত বাণিজ্য
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

পেট্রাপোল বন্দর মারফত পণ্য আমদানি-রফতানি বুধবার বেলা ১টা থেকে বন্ধ রইল। বাংলাদেশের বেনাপোল বন্দরের বাণিজ্যের সঙ্গে যুক্ত কর্মীরা কাজ বন্ধ করে দেওয়ায় ওই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন পেট্রাপোল শুল্ক দফতরের আধিকারিকেরা।

দুর্ঘটনায় মৃত্যু

বাইকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। বুধবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হামাদামা বাজারে। পুলিশ জানিয়েছে, হাদিপুর-ঝিকড়া ২ পঞ্চায়েতের আজিজনগর গ্রামে থাকতেন শেখ মেহের আলি (২২)।

ছট পুজোর নিবেদন। শ্যামনগরে সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

গানের দল পূরবের অনুষ্ঠান বারাসতের একটি পুজো মণ্ডপে।—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE