Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টুকরো খবর

নদিয়ার শাম্তিপুর থেকে ভাঙা রাস দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। শনিবার রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার ১৬ নম্বর এলাকায় বনগাঁ-চাকদহ সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চণ্ডীচরণ বিশ্বাস (৪৪)।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ০০:৪৬
Share: Save:

রাস দেখে ফেরার পথে দুঘর্টনায় মৃত ১
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

নদিয়ার শাম্তিপুর থেকে ভাঙা রাস দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। শনিবার রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার ১৬ নম্বর এলাকায় বনগাঁ-চাকদহ সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চণ্ডীচরণ বিশ্বাস (৪৪)। বাড়ি বনগাঁ থানার দত্তপাড়া এলাকায়। ওই দুর্ঘটনায় আরও ৬ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক সন্তোস বিশ্বাস সহ তিনজনকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বনগাঁর দত্তপাড়া এলাকা থেকে ২টি গাড়িতে করে বেশ কয়েকজন শান্তিপুরে গিয়েছিলেন ভাঙা রাস দেখতে। বনগাঁ-চাকদহ সড়কে ফেরার পথে গোপালনগর ১৬ নম্বর রেলগেটের কাছে রাস্তার বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। ফলে গাড়িটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ওই গাড়িদু’টির মধ্যে একটি গাড়িতে ছিলেন বনগাঁ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত্‌ কাতুরিয়া। তিনি বলেন, “দুঘর্টনার পর আমার গাড়িতে এবং পুলিশের ডাকা অ্যাম্বুল্যান্স করে আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চণ্ডীচরণকে চিকিত্‌সকেরা মৃত বলে ঘোষণা করেন।” চণ্ডীচরণ পেশায় বৈদিশিক মুদ্রা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে গাড়িটি দ্রুতগতিতে আসছিল।

দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ বিজেপি-র

দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ করে কীর্তন করার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। রবিবার সকাল আটটা থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি-জয়নগর রোডের জামতলায় রাস্তা অবরোধ করে কীর্তন শুরু হয়। শুধু তাই নয়, জামতলা বাজারে বিজেপি-র তরফে অঘোষিত বনধ্ও পালন করা হয়। প্রায় ৪ ঘন্টা ধরে অবরোধের জেরে যাটজটের কবলে পড়েন যাত্রীরা। বিকেল তিনটের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে এলাকায় একটি কীতর্নের দল বের হয়। সেই সময় জামতলার কাছে কয়াল মোড়ে একটি ইটের লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কীর্তন দলের মিছিলে ঢুকে পড়লে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অমল হালদার নামে (৪৩) এক ব্যক্তির। গুরুতর জখম হন আরও চার জন। বিজেপি-র জেলা সভাপতি দেবতোষ আচার্য বলেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। তাই বলে বিজেপি অবরোধ, বন্‌ধকে সমর্থন করে না। শুনেছি আমাদের দুই নেতা এই ঘটনায় সামিল ছিলেন। দলের তরফে এসব করতে নিষেধ করা হয়েছে। আমরা মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।”

হাসনাবাদে বাঁধ ভেঙে প্লাবিত এলাকা, আতঙ্ক

পূর্ণিমার ভরা কোটালে ডাঁসা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল হাসনাবাদের খাঁপুকুর গ্রামের হাউলি পাড়ার বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে বাঁধ ভাঙার খবর পেয়ে গ্রামের মানুষ বাঁশ, বস্তা নিয়ে নেমে পড়েন বাঁধ মেরামতের কাজে। সন্ধ্যা পর্যন্ত ভেঙে যাওয়া প্রায় ৫০ ফুটের মতো বাঁধ প্রাথমিকভাবে রক্ষা করতে পারলেও রাতের দিকে জল বাড়লে তারা এলাকায় টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। ভাঙনের গুরুত্ব বুঝে ইতিমধ্যে সেচ দফতরের আধিকারীকরা পরিদর্শনে যান। ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙনের মুখ দিয়ে ডাঁসা নদীর নোনা জল ঢুকে প্রায় হাজার বিঘা জমির পাকা ধানের বিশাল ক্ষতি হয়েছে। পুকুর ডুবে যাওয়ায় মাছ বেরিয়ে গিয়েছে। বেশ কিছু বাড়িতে জল ঢুকেও পড়েছে। জেলা পরিষদের সদস্য তথা স্থানীয় বাসিন্দা শশাঙ্ক হাউলি বলেন, “বাঁধ রক্ষার্থে গ্রামের মানুষ নিজেদের উদ্যোগেই মেরামতের কাজ শুরু করেছে। এলাকা বাঁচাতে গেলে ভালভাবে বাঁধ দেওয়া জরুরি। এ জন্য মহকুমা শাসককে বলা হয়েছে।”

রেশনে হানা খাদ্যমন্ত্রীর

রেশন দোকানে ফের অভিযান চালালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকালে খড়দহ স্টেশন রোডে একটি রেশন দোকানে হানা দিয়ে হিসেবের গরমিল পাওয়ায় রেশন ডিলারকে জবাবদিহি করার নির্দেশ দেন তিনি। কয়েক বছর ধরে ওই দোকানের বিরুদ্ধে অভিযোগ যাচ্ছিল খাদ্য দফতরে। সরবরাহ অনুযায়ী জিনিসপত্র মিলছে না বলেও অভিযোগ জানাচ্ছিলেন ক্রেতারা। এ দিনের অভিযানে প্রায় ৫০০ ভুয়ো রেশন কার্ড এবং কয়েক লক্ষ টাকার গরমিল ধরা পড়েছে বলে খাদ্য দফতর সূত্রের খবর। মন্ত্রী বলেন, “যত দিন না রেশন দোকানিরা স্বচ্ছ হচ্ছেন, এমন অভিযান লাগাতার চলবে।” মন্ত্রী সম্প্রতি পানিহাটি-বরাহনগরের বিভিন্ন রেশন দোকানে হানা দিয়ে প্রচুর ভুয়ো রেশন কার্ড ও লক্ষাধিক টাকার গরমিল ধরেছিলেন।


রাসযাত্রার শেষে বৈষ্ণবদের নৃত্য। খড়দহে। ছবি: সজল চট্টোপাধ্যায়।


দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের উল্লোন জহর নবোদয় বিদ্যালয়ের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান।-নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE